কোন দেশটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয়?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

দক্ষিণ আমেরিকা সম্পর্কে প্রাথমিক আলোচনা

  • দক্ষিণ আমেরিকার দক্ষিণপ্রান্তে অবস্থিত- হর্ন অন্তরীপ ।
  • বর্তমানে দক্ষিণ আমেরিকায় স্বাধীন দেশের সংখ্যা ১৩টি।
  • আন্দিজ পর্বতের পাদদেশের দেশ করডোবা দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। 
  • ব্রাজিল মালভূমির লৌহমিশ্রিত লবণাক্ত মাটির স্থানীয় নাম- টেরা রোসা।
  • আর্জেন্টিনার তৃণভূমির নাম- পম্পাস।
  •  পেরু-বলিভিয়ার সীমান্তে বিখ্যাত হ্রদটির নাম- টিটিকাকা ।
  • আমাজনের দীর্ঘতম উপনদী হল- মাদিরা । 
  • আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল- অ্যাকনকাগুয়া।
  • দক্ষিণ আমেরিকার দক্ষিণপ্রান্তে অবস্থিত- হর্ন অন্তরীপ । 
  • দক্ষিণ আমেরিকায় অবস্থিত-লা প্লাটা নদী ।
  • ১৯৩০ সালে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়- উরুগুয়েতে । 
  • ব্রিটিশ কমনওয়েলথ এর সদস্য এবং দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ গায়ানা।

 

দক্ষিণ আমেরিকা মহাদেশ

দেশ 

রাজধানী 

মুদ্রা 

আর্জেন্টিনা 

বুয়েন্স  আয়ার্স

পেসো 

বলিভিয়া 

 লাপাজ 

বিলিভিয়ানো 

ব্রাজিল 

ব্রাসিলিয়া 

রিয়াল 

চিলি 

সান্টিয়াগো 

পেসো 

কলম্বিয়া 

বোগোতা 

পেসো 

ইকুয়েডর 

কিটো 

ইউএস ডলার 

গায়ানা

 জর্জ টাউন 

ডলার 

প্যারাগুয়ে 

আসুনসিওন 

ওয়ারনি 

পেরু 

লিমা 

নিয়েভোলস 

সুরিনাম 

প্যারামারিবো 

ডলার 

উরুগুয়ে 

মন্টিভিডিও 

পেসো 

ভেনিজুয়েলা 

কারাকাস 

বলভার 

 

Content added By
Promotion