করিম একটি ফার্মে চাকুরি করেন। দুইমাস ধরে তার জ্বর এবং কাশি থাকায় তার ঘনিষ্ঠ সহকর্মী জামান তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার করিমের রক্ত পরীক্ষা করে জামানকে জানায় করিম এইডস রোগে আক্রান্ত। ভয়ে জামান করিমকে ডাক্তারখানায় রেখে করিমের বাড়ি খবর দেয়। খবরটি শুনে করিমের বাড়ির সবাই করিমের সঙ্গে কেমন যেন আচরণ করতে থাকে। এতে করিম মানসিকভাবে ভেঙ্গে পড়ে ।

করিমের এই মানসিক অবস্থার জন্য দায়ী-


i. পরিবারের অসহযোগিতা
ii. ভাগ্যের নির্মম পরিহাস
iii. রোগটি ছড়ানোর ভয়


নিচের কোনটি সঠিক?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago
Promotion