মানবদেহে সারভাইকাল ভার্টিব্রা কয়টি?
ভ্রূণীয় মেসোডার্ম উদ্ভূত বিশেষ ধরনের যোজক টিস্যু অস্থি (bone) ও তরুণাস্থি (cartilage) নির্মিত যে অঙ্গতন্ত্র দেহের কাঠামো নির্মাণ করে, অন্তঃস্থ নরম অঙ্গগুলোকে রক্ষা করে, দেহের ভার বহন করে এবং পেশি সংযোজনের জন্য উপযুক্ত স্থান সৃষ্টি করে, তাকে কঙ্কালতন্ত্র বলে।