সুহাদা রহমান এইচএসসি পরীক্ষা দিয়েছিল। কিন্তু পরীক্ষায় সে পাস করতে পারেনি। ফেলের খবর শুনে সে অত্যন্ত বিমর্ষ হয়ে পড়ে। দুঃখ-কষ্টে সে পড়াশোনা ছেড়ে দিয়ে খালামনির সাথে কাপড়ের ব্যবসার কাজে নামে। অবশেষে পড়াশোনার ব্যর্থতা ঘুচিয়ে আজ সে ব্যবসা সফল নারী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত।
উক্ত আবেগের ফলে-
i. মানবিক মূল্যবোধ বিকশিত হয়
ii. জীবন হয়ে ওঠে সুন্দর ও সাবলীল
iii. মানুষ সুনাগরিক হিসেবে গড়ে ওঠে
নিচের কোনটি সঠিক?