সিয়াম প্রায়ই একটি রোগে আক্রান্ত হয়। এ রোগে আক্রান্ত হলে মাথাব্যথা, ক্ষুধামন্দা, বমি বমি ও হাড়ে ব্যথা অনুভব করে।
সিয়াম যে রোগে আক্রান্ত-
অণুজীবঃ খালি চোখে দেখা যায় না, শুধু অণুবীক্ষণযন্ত্রে দেখা যায়, এমন জীবকে অণুজীব (Microbes) বলা হয়। জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব সম্পর্কে আলোচনা করা হয়, সে শাখাকে অণুজীবতত্ত্ব বা মাইক্রোবায়োলজি (Microbiology) বলা হয়ে থাকে। ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, রিকেটসিয়া ও অ্যাকটিনোমাইসিটিস প্রভৃতি অণুজীবের অন্তর্ভুক্ত।