বনির মাথাব্যথা, হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা ও বমি বমি ভাব। হঠাৎ উচ্চ তাপমাত্রার (১০৩°F - ১০৫°F) জ্বর আসে, শরীরে লালচে ফুসকুড়ি উঠেছে।
মনির মাথাব্যথা, পেশি ব্যথা, বমি বমি ভাব। প্রচণ্ড কাঁপুনিসহ ৪৮ ঘণ্টা অন্তর জ্বর আসে এবং ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়।
উদ্দীপকের মনির রোগের জীবাণু-
i. মশার দেহে যৌন জনন ঘটায়
ii. লোহিত রক্ত কণিকা ধ্বংস করে
iii. পাইরোজেন ক্ষরণ করে
নিচের কোনটি সঠিক?
অণুজীবঃ খালি চোখে দেখা যায় না, শুধু অণুবীক্ষণযন্ত্রে দেখা যায়, এমন জীবকে অণুজীব (Microbes) বলা হয়। জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব সম্পর্কে আলোচনা করা হয়, সে শাখাকে অণুজীবতত্ত্ব বা মাইক্রোবায়োলজি (Microbiology) বলা হয়ে থাকে। ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, রিকেটসিয়া ও অ্যাকটিনোমাইসিটিস প্রভৃতি অণুজীবের অন্তর্ভুক্ত।