বাংলাদেশ পুলিশের Crime Investigation Department (CID) একটি অপহরণ মামলার রহস্য খুঁজতে গিয়ে অবাক হয়। এ অপহরণের সাথে জড়িত রয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করা যুবক অনির্বাণ ও তার এলাকার দরিদ্র শ্রেণির ৫ পেশাদার অপরাধী যুবক। পুলিশের নিকট স্বীকারোক্তিতে অনির্বাণ জানায় একটি চাকরির জন্যে তার নিকট ঘুষ দাবি করা হয়। আর সে টাকা যোগাড়ের জন্যেই তারা এই অপহরণ করে।
অপরাধের ধরনের দিক থেকে অনুচ্ছেদে উল্লিখিত অপরাধটিকে কী নামে আখ্যায়িত করা যাবে?