বাংলাদেশ ব্যাংক তার ব্যাংক হার ৫% থেকে ৬% বৃদ্ধি করে ধারণা করেছিল বাজারে ঋণ সরবরাহ কমবে। কিন্তু কতিপয় ব্যাংকের ওপর তার প্রভাব পড়েনি। তাই ব্যাংকটি জমার হার ৫% থেকে ৬% বৃদ্ধি করলো। তাতে ঐ ব্যাংকগুলোর ওপর তেমন প্রভাব না পড়লেও অন্য ব্যাংকগুলো এতে প্রচণ্ড আপত্তি করছে। তাই বাংলাদেশ ব্যাংককে নতুন করে বিষয়গুলো ভাবতে হচ্ছে।
উদ্দীপকের অন্য ব্যাংকগুলোর আপত্তির কারণ কী?