চেঙ্গারচর গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতে দু' চারটি দেশি জাতের গাভি আছে। এ গ্রামের হালিম মাস্টার দুধের উৎপাদন বাড়াতে সর্বপ্রথম গাভির জাত উন্নয়ন পদ্ধতি শুরু করেন। তার দেখাদেখি এখন গ্রামের প্রায় সব লোক তাদের গাভিগুলোকে উক্ত ব্যবসার আওতায় নিয়ে এসেছে।
চেঙ্গারচর গ্রামে দুধের উৎপাদন বাড়ার মূল কারণ কোনটি?