চেঙ্গারচর গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতে দু' চারটি দেশি জাতের গাভি আছে। এ গ্রামের হালিম মাস্টার দুধের উৎপাদন বাড়াতে সর্বপ্রথম গাভির জাত উন্নয়ন পদ্ধতি শুরু করেন। তার দেখাদেখি এখন গ্রামের প্রায় সব লোক তাদের গাভিগুলোকে উক্ত ব্যবসার আওতায় নিয়ে এসেছে।
উদ্দীপকের গ্রামের কৃষকদের গাভির জাত উন্নয়ন করার উদ্দেশ্য-
i. উন্নত জাতের বাছুর পাওয়া
ii. বেশি মাংস উৎপাদন
iii. দুধ উৎপাদন বাড়ানো
নিচের কোনটি সঠিক?