জীববিজ্ঞান - জীববিজ্ঞান প্রথম পত্র - আবৃতবীজী উদ্ভিদ

আবৃতবীজী উদ্ভিদ বা অ্যানজিওস্পার্ম (Angiosperms)

যেসব উদ্ভিদের ফল উৎপন্ন হওয়ার সময় বীজ ফলের মধ্যে আবৃত থাকে তাদের আবৃতবীজী উদ্ভিদ বলে। আবৃতবীজী উদ্ভিদকে গুপ্তবীজী বা সপুষ্পক উদ্ভিদ (flowering plant)-ও বলা হয়।)

Angiosperm দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভুত। গ্রিক Angeion অর্থ vessel বা পাত্র এবং spermos অর্থ seed বা বীজ কাজেই যে উদ্ভিদের বীজ কোন পাত্রের মধ্যে (এখানে ফলের মধ্যে) আবৃত থাকে তাকে আবৃতবীজী উদ্ভিদ বলে। বৈচিত্র্যময় উদ্ভিদ জগতের প্রধান উদ্ভিদ হলো আবৃতবীজী উদ্ভিদ। আজ থেকে প্রায় ১৬ আকোটি বছর আগে আবৃতবীজী উদ্ভিদ আবির্ভূত হয়ে বর্তমান পর্যন্ত এরা পৃথিবীর বিস্তৃত অঞ্চলে প্রাধান্য বিস্তার করছে। এরা আকারে অনেক ছোট হতে পারে, যেমন- Wolitia মাত্র ০.১ মিমি। অপরদিকে Eucalyptus প্রায় ৫০০ ফুট উঁচু হতে পারে।

Content added By