ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে । এ কারকে সপ্তমী অর্থৎ 'এ' , 'য়' , 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয় । যেমনঃ আমরা রোজ স্কুলে যায় । অধিকরণ কারক তিন প্রকার । যথাঃ ১. কালাধিকরণঃ যে অধিকরণে ক্রিয়ার কাল বোঝানো হয়, তাই কালাধিকরণ । ২. আধারাধিকরণ তিন ভাগে বিভক্তঃ
ক. ঐকদেশীয় আধারাধিকরণ
খ. বৈষয়িক আধারাধিকরণ
গ. অভিব্যাপক আধারাধিকরণ
৩. ভাবাধিকরণঃ যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোন রূপ বা ভাবের অভিব্যাক্তি প্রকাশ করে, তাকে ভাবাধিকরণ বলে ।