Blog
Created: Sep 16, 2024, 05:29 PM Updated: Sep 22, 2025, 08:29 PM
0
919

পৃথিবীর দীর্ঘতম নদী : নীলনদ

নীল নদ, আফ্রিকা মহাদেশের একটি নদী। এটি বিশ্বের দীর্ঘতম নদী। এর দুইটি উপনদী রয়েছে, শ্বেত নীল নদ ও নীলাভ নীল নদ। এর মধ্যে শ্বেত নীল নদ দীর্ঘতর। শ্বেত নীল নদ আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল হতে উৎপন্ন হয়েছে। এর সর্বদক্ষিণের উৎস হল দক্ষিণ রুয়ান্ডাতে এবং এটি এখান থেকে উত্তর দিকে তাঞ্জানিয়া, লেক ভিক্টোরিয়া, উগান্ডা, ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নীলাভ নীল নদ ইথিওপিয়ার তানা হ্রদ হতে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে। দুইটি উপনদী সুদানের রাজধানী খার্তুমের নিকটে মিলিত হয়েছে।

মিশরে বসতি স্থাপনের জন্য নীল নদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নীল নদের আশেপাশের মাটি খুবই উর্বর, দেশের বাকি অংশে সাধারণ শুষ্ক ল্যান্ডস্কেপ থেকে ভিন্ন। নীল নদটি মিশরীয় পৌরাণিক কাহিনীতেও রয়েছে। এটি জীবন এবং সংস্কৃতির জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে এটি "আফ্রিকান নদীর জনক" ডাকনাম অর্জন করে। 

1 919

Author

Student
1 Followers

Don't waste your time

All Comments

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...