Blog
Created: Dec 28, 2024, 10:35 PM Updated: Dec 31, 2024, 07:14 PM
1
22458

এসএসসি ২০২৬: নতুন সিলেবাস, প্রশ্নপত্রের কাঠামো এবং নম্বর বণ্টন || SSC 2026: Short Syllabus, Question Paper Format, and Marks Breakdown

সংক্ষিপ্ত সিলেবাসে হবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা || SSC 2026 Short Syllabus

২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নতুনভাবে সিলেবাস এবং প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করেছে। বোর্ডটি শনিবার তাদের ওয়েবসাইটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের মোট ৩২টি বিষয়ের সিলেবাস প্রকাশ করে।

এবারের সিলেবাসে দেখা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিষয়গুলোর নম্বর বিভাজন নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষা না থাকা বিষয়গুলোর জন্য, রচনামূলক অংশে ৭০ নম্বর এবং বহুনির্বাচনি অংশে ৩০ নম্বর থাকবে। অন্যদিকে, ব্যবহারিক পরীক্ষা অন্তর্ভুক্ত বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে ৭৫ নম্বর এবং ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে। তত্ত্বীয় অংশে ৪০ নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নে ১০ নম্বর এবং বহুনির্বাচনি অংশে ২৫ নম্বর বরাদ্দ করা হয়েছে।

এছাড়া, সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, ২০২৫ সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করে ২০২৬ সাল থেকে তা সম্পূর্ণরূপে কার্যকর হবে। ২০১২ সালের পাঠ্যসূচির বইগুলো পুনরায় ছাপানো হচ্ছে এবং আগামী ২০২৫ সালের জন্য এসব বইয়ের সংস্করণ অনুযায়ী পাঠ্যক্রম সংশোধন করা হবে। ২০২৬ সালে এই নতুন পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এটি উল্লেখযোগ্য যে, পূর্বে নবম-দশম শ্রেণীতে বিভাগের বিভাজন উঠে যাওয়ার পর, অন্তর্বর্তী সরকার একটি পরিপত্র জারি করে জানিয়েছিল যে, বর্তমান শিক্ষাক্রম বাস্তবায়ন সম্ভব নয়। এর ফলে নতুন পরিমার্জিত শিক্ষাক্রমটি ২০২৫ সালে চূড়ান্ত হবে এবং ২০২৬ সাল থেকে এটি কার্যকর হবে।

এসএসসি ২০২৬ সংক্ষিপ্ত সিলেবাস পেতে এই লিংকে ক্লিক করুন 

লিংকঃ 

(১) ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি 

(২) ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন 

(৩) ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

 


স্যাট একাডেমীর স্পেশাল মডেল টেস্ট ও কোর্স লিংক: 

 

🌟 SSC 2025 || 📖 ✨ অধ্যায়ভিত্তিক স্পেশাল মডেল টেস্ট ✨

 

🌟 SSC 2025 || 📖 ✨ অধ্যায়ভিত্তিক স্পেশাল কোর্স ✨

 

✨ ভর্তি পরীক্ষা || ঢাকা বিশ্ববিদ্যালয় ,রাজশাহী বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষসহ সকল ইউনিটের ফাইনাল মডেল টেস্ট ও সলভ ক্লাস ✨ 

 

✨ গণিত অ্যান্টিবায়োটিক || ম্যাথ এর নিঞ্জা টেকনিক || গণিত নিনজা: এক কোর্সেই গণিতে নোভিস থেকে নিনজা হওয়ার টেকনিক  (🎓 গণিতের নিঞ্জা টেকনিক (৪র্থ-১০ম শ্রেণী ও  জব  সিকারদের জন্য) 🎓)✨

 

🌟খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি (বিভিন্ন পদ) ফাইনাল মডেল টেস্ট🌟

 

🌟পেট্রোবাংলা (Petrobangla) || (বিভিন্ন পদ) স্পেশাল মডেল টেস্ট🌟

 

🌟সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার || স্পেশাল মডেল টেস্ট🌟

 

🌟এডমিশন ও জব সিকারদের জন্য নিয়মিত আয়োজন সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক বিষয়ক মডেল টেস্ট🌟

 

আনলিমিটেড এক্সেস নিশ্চিত করুন প্যাকেজ সাবক্রিপশন করে প্যাকেজ লিংক - ক্লিক করুন 

22.4k

Author

671 Followers

অনন্ত মহাকালে মোর যাত্রা অসীম মহাকাশের অন্তে

All Comments

MD Rayhan serkar 1 week ago
২০২৬ এর সিলেবাস অত্যন্ত সহজ হবে
Promotion