Subject Content

ADDED

পৃথিবীর প্রথম সংবাদপত্র ১৫৬০ সালে জার্মান থেকে প্রকাশিত হয়। ১৭০২ সালে ইংল্যান্ড থেকে প্রকাশিত হয় বিশ্বের প্রথম দৈনিক পত্রিকা। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সরকার ১৭৯৫ সালে পত্র-পত্রিকায় প্রথম সেন্সর প্রথা চালু করে।

প্রশ্নঃ ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্রের নাম কী?

&... bsp;উঃ. জেমস্ অগাস্টাস হিকি সম্পাদিত ‘বেঙ্গল গেজেট’( ১৭৮০)। এটি ইংরেজিতে প্রকাশিত হয়।

প্রশ্নঃ. বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র কোনটি?

উঃ. জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত 'দিগদর্শন' (১৮১৮)। 

প্রশ্নঃ. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?

উঃ. জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত 'সমাচার দর্পণ' (১৮১৮)। এটি সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হয়।

প্রশ্নঃ. বাঙালি কর্তৃক প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?

উঃ. গঙ্গাকিশোর ভট্টাচার্য সম্পাদিত 'বাঙ্গাল গেজেট' (১৮১৮)।

প্রশ্নঃ. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি?

উঃ. ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত 'সংবাদ প্রভাকর'। সাপ্তাহিক হিসেবে ১৮৩১ সালে এবং দৈনিক হিসেবে ১৮৩৯ সালে প্রকাশিত হয়।

প্রশ্নঃ. মুসলমান কর্তৃক প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি? 

উঃ. শেখ আলিমুল্লাহ সম্পাদিত 'সমাচার সভারাজেন্দ্র (১৮৩১)।

প্রশ্ন. বাংলাদেশ থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?

উঃ. গুরুচরণ রায় সম্পাদিত ‘রংপুর বার্তাবহ” (১৮৪৭)।

প্রশ্নঃ. ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? 

উঃ. কৃষ্ণচন্দ্র মজুমদার সম্পাদিত 'ঢাকা প্রকাশ (১৮৬১)।


ADDED

বাংলাদেশের জাতীয় বিষয়াবলী

জাতীয় বিষয়নাম
বাংলাদেশের জাতীয় সঙ্গীতআমার সোনার বাংলা
বাংলাদেশের জাতীয় ভাষাবাংলা
বাংলাদেশের জাতীয় ফলকাঁঠাল
বাংল... দেশের জাতীয় ফুলশাপলা
বাংলাদেশের জাতীয় পশুরয়েল বেঙ্গল টাইগার
বাংলাদেশের জাতীয় পাখিদোয়েল
বাংলাদেশের জাতীয় খেলাকাবাডি
বাংলাদেশের জাতীয় মাছইলিশ
বাংলাদেশের জাতীয় গাছআম
বাংলাদেশের জাতীয় কবিকাজী নজরুল ইসলাম
বাংলাদেশের জাতীয় উৎসববাংলা নববর্ষ
বাংলাদেশের জাতীয় পতাকাসবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত
বাংলাদেশের জাতীয় বনসুন্দরবন
বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানাঢাকা চিড়িয়াখানা
বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধসম্মিলিত প্রয়াস
বাংলাদেশের জাতীয় লাইব্রেরীআগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা
বাংলাদেশের জাতীয় বিমানবন্দরহযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর
বাংলাদেশের জাতীয় মসজিদবায়তুল মোকাররম জাতীয় মসজিদ
বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
বাংলাদেশের জাতীয় পার্কভাওয়াল জাতীয় উদ্যান
বাংলাদেশের জাতীয় জাদুঘরবাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা