SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Description (Added)

বিবরণ
স্বাগতিক দেশবাংলাদেশ বাংলাদেশ
তারিখ৩–৯ ফেব্রুয়ারি ২০২৩
দল (১টি উপ-কনফেডারেশন থেকে)
মাঠ১ (ঢাকাটি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন বাংলাদেশ (৩য় শিরোপা)
রানার-আপ   নেপাল
তৃতীয় স্থান ভারত
চতুর্থ স্থান ভুটান
পরিসংখ্যান
ম্যাচ
গোল সংখ্যা৩২ (ম্যাচ প্রতি ৪.৫৭টি)
দর্শক সংখ্যা২২,৭৪৮ (ম্যাচ প্রতি ৩,২৫০ জন)
শীর্ষ গোলদাতাবাংলাদেশ শামসুন্নাহার জুনিয়র নেপাল আমিশা কারকি
উভয় ৪টি করে গোল
সেরা খেলোয়াড়বাংলাদেশ শামসুন্নাহার জুনিয়র
সেরা গোলরক্ষকবাংলাদেশ রুপনা চাকমা
ফেয়ার প্লে পুরষ্কার ভুটান
২০২৩ সাফ অনূর্ধ্ব-২০ মহিলা চ্যাম্পিয়নশিপ

ম্যারাথন (ইংরেজি: Maratঙ্খেগরেজ ) দূরপাল্লালার দৌড়বিশেষ। দাপ্তরিকভাবে এ দৌড়ের দূরত্ব নির্ধারণ করা হয়েছে ৪২.১৯৫ কিলোমিটার বা ২৬ মাইল ৩৮৫ গজ। সচরাচর খেলা পরিচালনায় রাস্তা ব্যবহার করা হয় বিধায় এটি রোড রেস বা রাস্তায় দৌড় খেলা নামে পরিচিত। প্রাচীন গ্রিক সৈনিক ফেইডিপ্পিডেস কর্তৃক ম্যারাখনের যুদ্ধ  জয়ের সংবাদ বহন করে দৌড়ে এথেন্স নগরে নিয়ে এসেছিলেন। ম্যারাথনের যুদ্ধকে স্মরণীয় করে রাখতেই এ দৌড়ের নামকরণ করা হয় ম্যারাথন দৌড়। 

ইতার-তাস ১ সেপ্টেম্বর ১৯০৪ সালে প্রতিষ্ঠিত রাশিয়ার একটি বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা। এর পূর্ণরূপ। হচ্ছে Information Telegraph Agency of Russia (ITAR-TASs)। এছাড়া ইন্টারফ্যাক্স ও রিয়া-নভােস্তি রাশিয়ার অন্য দুটি বিখ্যাত সংবাদ সংস্থা। অন্যদিকে, চীনের বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থার মধ্যে জিনহুয়া নিউজ এজেন্সি’ এবং পাকিস্তানের সানা’ ও ‘এপিপি’ অন্যতম।

বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরির নাম হচ্ছে 'ইউনাইটেড লাইব্রেরি অব কংগ্রেস'। ১৮০০ সালের ২৪ এপ্রিল আমেরিকার ওয়াশিংটন ডিসিতে এটি প্রতিষ্ঠিত হয়। লাইব্রেরিটি প্রথম যাত্রা শুরু করে ৬ হাজার ৪৮৭টি বই নিয়ে। বর্তমানে এই লাইব্রেরিতে ১৬ মিলিয়ন বই এবং ১২০ মিলিয়ন অন্যান্য তথ্যাদি সংগৃহীত রয়েছে।

 

ক্রমভাষামাতৃভাষীর সংখ্যাউৎপত্তি দেশমন্তব্য
চীনা ভাষা১২৮ কোটি ৪০ লক্ষচীনএই সংখ্যাটি চীনা ভাষার সব উপভাষা অন্তর্গত যেমন ম্যান্ডারিন, ক্যান্টনীয়, ইত্যাদি, যেগুলির এক ভাষাভাষী অপরের ভাষা না-ও বুঝতে পারেন।

স্পেনীয় ভাষা

৪৩ কোটি ৭০ লক্ষস্পেন 

ইংরেজি ভাষা

৩৭ কোটি ২০ লক্ষযুক্তরাজ্যজামাইকাগায়ানা-র ক্রেয়োলভাষী জনগণকে ধরা হয়নি।

আরবি ভাষা

২৯ কোটি ৫০ লক্ষসৌদি আরবএক অঞ্চলের আরবি উপভাষা অন্য অঞ্চলের মানুষের বুঝতে অসুবিধা হয়।

বাংলা ভাষা

২৮ কোটি ৫০ লক্ষবাংলাদেশ ও ভারত২০১১ সালে শুমারী অনুযায়ী ভারতে মোট ১০ কোটি বাংলাভাষী রয়েছে। ২০১৯ শুমারী অনুযায়ী বাংলাদেশে মোট ১৮ কোটি বাংলাভাষী রয়েছে।

গের্নিকা (স্পেনীয়: Guernica) পাবলো পিকাসো কর্তৃক আঁকা একটি বিখ্যাত চিত্রকর্ম। এটি স্পেনীয় গৃহযুদ্ধের সময় এপ্রিল ২৬, ১৯৩৮ সালে স্পেনীয় জাতীয়তাবাদী বাহিনীর নির্দেশে জার্মান এবং ইতালীয় যুদ্ধ বিমান কর্তৃক উত্তর স্পেনের বাস্ক কান্ট্রি গ্রাম গের্নিকায় বোমাবর্ষণের প্রতিক্রিয়ায় প্রকাশ হিসেবে তৈরি হয়েছে।