Description (Added)

সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।
হউক দূর অকল্যাণ সকল অশোভন।
এ প্রাণ প্রভাতি-তারার প্রায়
ফুটুক উদয়-গগন-গায়,
দুঃখ-নিশায় আনো পূর্ণ চাঁদের স্বপন॥
- কাজী নজরুল ইসলাম। (চন্দ্রবিন্দু ১৯৩১) 

যতিচিহ্নের অপর নাম বিরামচিহ্ন বা বিরতিচিহ্ন। হাইফেনে থামার প্রয়োজন নাই, তাই হাইফেন ছেদ চিহ্ন নয়। 

প্রিয়ংবদা = প্রিয় কথা বলে যে। উপপদ তৎপুরুষ।

যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে। যেমন: দুধে-ভাতে, জলে-স্থলে, দেশে-বিদেশে, হাতে-কলমে, বাঘে-মহিষে