Description (Added)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন চার বছরের জন্য। প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেটাই মধ্যবর্তী নির্বাচন। মার্কিন সংবিধান ও সংসদীয় ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এই মধ্যবর্তী নির্বাচন। ক্ষমতা ধরে রাখার পাশাপাশি জনপ্রিয়তা যাচাইয়েরও অন্যতম মাধ্যম এটি। 

ধারাটি , , , .  .... এভাবে চলেছে। কাজেই পরবর্তী সংখ্যাটি হবে  = ২৪৩

বৃহত্তম সংখ্যা = 3210 ক্ষুদ্রতম সংখ্যার = 1023 বিয়োগফল = 3210 - 1023 = 2187
২০১৭ সালের ৩০শে অক্টোবরে ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে "ডকুমেন্টারি হেরিটেজ" (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দেয়। এই ভাষণটি সহ মোট ৭৭ টি গুরুত্বপূর্ণ নথিকে একইসাথে স্বীকৃতি দেওয়া হয়। ইউনেস্কো পুরো বিশ্বের গুরুত্বপূর্ণ দলিলকে সংরক্ষিত করে থাকে।

Cricketer Shakib Al Hasan won the best sportsperson award for the last 50 years as the Bangladesh Sports Press Association marked its 60th founding anniversary.

গোবি মরুভূমি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরুভূমি যা চীন এবং মঙ্গোলিয়ার দক্ষিণাংশ জুড়ে রয়েছে। ১,৫০০ কি.মি. জুড়ে বিস্তৃৃত। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। এর আয়তন ১২ লক্ষ ৯৫ হাজার বর্গ কি.মি।
Both China and Russia have the most neighboring countries, with 14 neighbors each.
MCQ active
RTGS is an electronic settlement system where transfer of funds takes place from one account of a bank to that of another bank on a real-time and on gross basis. Real-time refers transactions that do not need any waiting period.
১০২৪ বাইট= ১ কিলোবাইট ১০২৪ কিলোবাইট= ১ মেগাবাইট ১০২৪ মেগাবাইট= ১ গিগাবাইট ১০২৪ গিগাবাইট=১ টেরাবাইট
যে -সব শব্দকে বিশ্লেষণ করলে আর কোন শব্দ পাওয়া যায় না, তাকে মৌলিক শব্দ বলে। অর্থাৎ, যে সব শব্দকে ভাঙলে আর কোন অর্থসঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায় না, তাকে মৌলিক শব্দ বলে। মৌলক শব্দ বলতে ভাষার মূল বুনিয়াদ বা ভিত গড়ে সেই সকল শব্দ কে বুঝায়। বাংলা ভাষার ভিত গড়েছে সংস্কৃত শব্দ ও তার শ্রেণিভুক্ত অন্য সকল শব্দ। এই গুলো নিয়ে বাংলা শব্দভান্ডারের মৌলিক শব্দ। যেমন-তৎসম, অর্ধ-তৎসম, তদ্ভব ইত্যাদি। উদাহরণ -গোলাপ, নাক, লাল, তিন, মা, বাবা, হাত, মাথা, ফুল, ফল, সকাল, রাত, চন্দ্র, চাঁদ, চা, কলম, বই, খাতা ইত্যাদি।