Description (Added)

মাইকেল মধুসূদন দত্ত রচিত 'বিভীষণের প্রতি মেঘনাদ' থেকে গুরুত্বপূর্ণ তথ্য:  গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়ঃ”, উক্তিটি

করে- মেঘনাদ

= বাংলা কবিতায় 'অমিত্রাক্ষর' ছন্দের প্রবর্তক হলেন— মাইকেল মধুসূদন দত্ত।

রাবণের মধ্যম সহোদরের নাম- কুম্ভকর্ণ ।

'রাবণ-আত্মজ' কাকে বলা হয়েছে?- মেঘনাদকে। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় বিভীষণ কে?- রাবণের সহোদর।

" বিভীষণ দ্বার ছাড়লে মেঘনাদ কোথায় যাবে বলেছিল?- অস্ত্রাগারে।

'এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে'-এখানে 'অরিন্দম কে?- মেঘনাদ ।

সিংহ - মৃগেন্দ্র, কেশরী, মৃগরাজ, মৃগপতি, পশুরাজ

 হরিণ - মৃগ, কুরঙ্গ, ঋষ্য, শঙ্কর, সারঙ্গ, সুনয়ন, হরি, পারীন্দ্র

বাঘ - ব্যাঘ্র, শার্দুল, শের, কবর, হিংসারু, নরখাদক

হাতি-  হস্তী, কুঞ্জর, করী, গজ, মাতঙ্গ, রদী, রদনী, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত, বারণ, পিল, দন্তী।

মোতাহের হোসেন চৌধুরীর 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের গুরুত্বপূর্ণ উক্তি:

• 'মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় আত্মিকও

তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:

ছোটগল্প রসকলি (১ম গল্প), বেদেনি, ডাকহরকরা

উপন্যাস বিচারক, চৈতালী ঘূর্ণি, ধাত্রী দেবতা, কবি, গণদেবতা, হাসুলিবাকের উপকথা, একটি কালো মেয়ের কথা, আরোগ্য

নিকেতন, পঞ্চগ্রাম। তাঁর ত্রয়ী উপন্যাস: ধাত্রীদেবতা-গণদেবতা- পঞ্চগ্রাম

গুরুত্বপূর্ণ কিছু বঙ্গানুবাদঃ

• I have three pair of shoes- আমার তিন জোড়া জুতা আছে

। I feel feverish today আমি জ্বর জ্বর বোধ করছি।

• I have got the work done আমি কাজটি করিয়েছি।

। • I had no money- আমার টাকা ছিল না। 

• I cannot spare a moment আমার তিলমাত্র সময় নেই।

শওকত ওসমান রচিত প্রথম উপন্যাস- জননী।

 অন্যান্য উপন্যাস: বনি আদম, জননী, ক্রীতদাসের হাসি, চৌরসন্ধি, রাজ উপাখ্যান, নেকড়ে অরণ্য, জাহান্নাম হইতে বিদায় ইত্যাদি। 

 তাঁর জীবনকাল- জন্ম: ২ জানুয়ারি, ১৯১৭- মৃত্যু: ১৪ মে, ১৯৯৮

নবাব সিরাজউদ্দৌলার বিভিন্ন আত্মীয় 

মাতা আমিনা

পিতা- জৈনুদ্দিন আহমাদ

বড় খালা ঘষেটি বেগম

নানা আলীবর্দী

খান খালাতো ভাই শওকত জঙ্গ

কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত সাহিত্যকর্ম:

উপন্যাস

লালসালু, চাঁদের অমাবস্য, কাঁদো নদী কাঁদো,বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ, উজানে মৃত্যু।

The ugly Asian.

নাটক গল্প গ্রন্থ নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প, একটি তুলসি গাছের কাহিনী

অপরিচিতা' গল্পের নায়িকা কল্যাণী সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ অপরিচিতা গল্পে নায়িকার ট্রেনে ভ্রমণের বর্ণনা রয়েছে।

• কল্যাণী ট্রেন থেকে নেমেছিলো- কানপুর স্টেশনে।

• কল্যাণীর পিতা শম্ভুনাথ বাবু তিনি পেশায় একজন ডাক্তার

• কল্যাণীর বয়স ছিল- সতেরো। কল্যাণীকে অনুপম তুলনা করেছিল- রজনীগন্ধার শুভ্র মঞ্জুরীর সাথে ।

• ট্রেন ভ্রমণে কল্যাণীর সাথে ছিলো- দুইটি তিনটি ছোট ছোট মেয়ে। = কল্যাণী অনুপমকে বিয়ে না করার কারণ- মাতৃ-আজ্ঞা।

বাক্যগুলোর শুদ্ধরূপ:

• অশুদ্ধ: সকল লোকেরাই ক্ষমা প্রর্থনা করেছিল

• শুদ্ধ সকল লোক ক্ষমা প্রার্থনা করেছিল। * অশুদ্ধ: আমি আসিতে থাকবো।

• শুদ্ধ আমি আসতে থাকবো। আমি আসিতে থাকিব।

অশুদ্ধ: আমি আদালতে সাক্ষী দিতে যাচ্ছি।

• শুদ্ধ আমি আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছি।