Description (Added)

Apex অর্থ হলো  চূড়া, শীর্ষ, সর্বোচ্চ স্থান

Bottom অর্থ হলো  নিচে,পাদদেশ,তলদেশ, সর্বনিম্ন স্থান

তাই বলা যায় apex antonym is bottom. 

আকাশ ও পৃথিবীর অন্তরাল = ক্রন্দসী; তলা স্পর্শ করা যায় না যার = অতলস্পর্শী। শুকিয়ে রাখা কাঁচা আমের টুকরো = আমসি; পৃথিবী ও স্বর্গ = রোদসী।

প্রশান্তি শব্দের বিপরীত শব্দ - অশান্তি। চঞ্চলতা এর বিপরীত শব্দ - স্থিরতা। নিন্দা এর বিপরীত শব্দ - খ্যাতি। সঠিক উত্তর - অশান্তি।

পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি ৪১টি স্প্যান নিয়ে গঠিত, প্রতিটি স্প্যান লম্বায় ১৫০.১২ মিটার (৪৯২.৫ ফুট) এবং চওড়ায় ২২.৫ মিটার (৭৪ ফুট)। সেতুটির মোট দৈর্ঘ্য ৬.১৫ কিমি (৩.৮২ মাইল)।

গঙ্গা শব্দের সমার্থক শব্দ হলো - ভাগীরথী,গোমতি,কাবেরি কৃষ্ণবেণী,শিবপত্নী,পিনাকিনী,কাবেরী। 

তাই উওর সবগুলো হবে