SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Description (Added)

পরিবাহীতা ও রোধ পরস্পর বিপরীত রাশি অর্থাৎ পরিবাহিতা হ্রাস পেলে রোধ বৃদ্ধি পায়। যেহেতু, তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহকের পরিবাহিতা হ্রাস পায় সেহেতু রোধ বৃদ্ধি পাবে। 

যে সব রাসায়নিক পদার্থ বিক্রিয়কের উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে নিজে গঠন ও ভরে অপরিবর্তিত থাকে, তাকে প্রভাবক বা অনুঘটক বলে। প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়ার গতি প্রভাবান্বিত প্রভাবন (catalysis) বলে।

ম্যালেরিয়া পরজীবির স্পোরোজয়েট মশকী দংশনের সময় মানবদেহে প্রবেশ করে।

 

ম্যালেরিয়া স্ত্রী-অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে সংক্রামিত হয়ম্যালেরিয়ার পরজীবী লোহিত রক্তকণিকার মধ্যে বংশবৃদ্ধি করে, ফলে রোগীর শরীরে রক্তসল্পতার লক্ষণ দেখা যায়। অন্যান্য সাধারণ লক্ষণসমূহ হল কাঁপুনি দিয়ে জ্বর, শীতশীত ভাব এবং বমি-বমি ভাব। এই রোগের মারাত্মক দশায় রোগীর কোমা এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

কোষের নিউক্লিয়াসের মধ্যে লম্বা সুতার মতো কতকগুলো বস্তু দেখা যায় সেগুলোকে ক্রোমোজোম বলে। জিনের রাসায়নিক গঠন উপাদান হচ্ছে DNA। মানবদেহের প্রতিটি দেহকোষে ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। তার ২২ জোড়া দেহের গঠনপ্রণালী ও জৈবিক কাজ এবং বাকি ১ জোড়া সন্তানের লিঙ্গ নির্ধারণ করে।

ব্রায়োফাইট (Broyphyte) আদিমতম ভূমিজ সবুজ উদ্ভিদের একটি বিভাগ, যার প্রজাতি সংখ্যা প্রায় ২৪,০০০। এটি তিনটি শ্রেণিতে বিভক্ত: Hepaticae বা Hepaticopsida (লিভারওয়ার্ট ও স্কেল মস), Anthocerotae বা Anthocerotopsida (হর্নওয়ার্ট) এবং Musci বা Bryopsida (মস)। বর্তমানে এই শ্রেণিগুলিকে প্রায়ই আলাদা বিভাগ (Division) বিবেচনা করা হয়।

পেনিসিলিন একটি সবুজ বা নীল ছত্রাক ।১৯২৯ সালে আলেকজান্ডার ফ্লেমিং Penicillium notatum থেকে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন। ব্যাকটেরিয়া জনিত বহু রোগের ওষুধ হিসেবে এটি বর্তমানে ব্যবহার করা হয়।

গ্রেগর ইয়োহান মেন্ডেল একজন অস্ট্রিয়ার ধর্মযাজক ছিলেন। তিনি তার গির্জার বাগানে মটরশুঁটি উদ্ভিদ নিয়ে দীর্ঘদিন গবেষণা করে, বংশগতির দুইটি গুরুত্বপূর্ণ সূত্র প্রকাশ করেন, যা এখনো যথাযথ আছে। তাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়।

ধান (বৈজ্ঞানিক নাম: Oryza sativa ওরিজা সাতিভা) পোয়াসি গোত্রের দানাশস্য জাতীয় উদ্ভিদ। ধান উষ্ণ জলবায়ুতে, বিশেষত পূর্ব-এশিয়ায় ব্যাপকভাবে চাষ হয়

ছত্রাকের বিভিন্ন ব্যবহার খাদ্য হিসেবে ছত্রাক (Fungi as food): মাশরুম (mushrooms-Agaricus compestris, Volvariella), মোরেল (morels-Morchella, ট্রাফল (truffles-Tuber) প্রভৃতি নামে পরিচিত বিভিন্ন প্রজাতির ছত্রাক বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে খাদ্য হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে চাষ করা হয়

একবীজপত্রী উদ্ভিদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় এবং বীজে একটিমাত্র বীজপত্র পাওয়া যায়। অপরদিকে কাঁঠাল পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায় এবং বীজে দুইটি বীজপত্র পাওয়া যায়। তাই কাঁঠাল একবীজপত্রী উদ্ভিদ নয়।