আর্জেন্টিনা

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
35
35
  • রাষ্ট্রীয় নামঃ The Argentine Republic
  • রাজধানীঃ বুয়েন্স আয়ার্স
  • ভাষাঃ স্প্যানিশ
  • মুদ্রাঃ আর্জেনটাইন পেসো

 

জেনে নিই 

  • আর্জেন্টিনার এর রাজধানী বুয়েনস আয়ারস । 
  • বুয়েনস আয়ারস অবস্থিত -লা প্লাটা নদীর তীরে।
  • ফকল্যান্ড দ্বীপ নিয়ে বিরোধ আর্জেন্টিনা - যুক্তরাজ্যের মধ্যে।
  • দ্বীপ আর্জিন্টিনা দখল করে- ১৯৮২ সালে।
  •  ম্যারাডোনা ও চেগুয়েভারার জন্ম- আর্জেন্টিনায় ।
  • বৃটেনের সাথে যে দ্বীপ নিয়ে আর্জেন্টিনার বিরোধ হয় ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে।
  • ফকল্যান্ড বর্তমানে যে দেশের দখলে রয়েছে-বৃটেনের। 
  • আর্জেন্টিনা তথা বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্টের নাম- ইসাবেলা পেরন, ১৯৭৪ সালে।
Content added By
Promotion