HSC

নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য

জীববিজ্ঞান - জীববিজ্ঞান প্রথম পত্র - নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য

নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যঃ

১. নগ্নবীজী উদ্ভিদ সর্বদাই স্থলজ এবং মরুজ স্বভাবের; অধিকাংশ উদ্ভিদ বৃক্ষ ও গুলা জাতীয় এবং বহুবর্ষী

২. পাতা সাধারণত দুই প্রকার; যথা : বাদামি বর্ণের শঙ্কপত্র এবং সবুজ বর্ণের পর্ণপত্র।

৩. কাণ্ডের গায়ে পত্রমূলের স্থায়ী চিহ্ন থাকে।

৪. উন্নত পরিবহন টিস্যু বিদ্যমান তবে জাইলেমে ভেসেল (ব্যতিক্রম Gnetum) এবং ফ্লোয়েমে সঙ্গীকো অনুপস্থিত।

৫. উদ্ভিদ দেহটি স্পোরোফাইট এবং অসমরেণুপ্রসূ অর্থাৎ স্পোর দুই প্রকার- স্ত্রীস্পোর বা মেগাস্পোর ও পুষ্পে বা মাইক্রোস্পোর।

৬. পুষ্প সরল এবং একলিঙ্গিক। পুংপুষ্প মাইক্রোস্পোরোফিল (পুং-রেণুপত্র) এবং স্ত্রীপুষ্প মেগাস্পোরোফিন (স্ত্রীরেণুপত্র) দিয়ে গঠিত। 1

৭. রেণুপত্র অর্থাৎ স্পোরোফিল ঘনভাবে সজ্জিত হয়ে স্ট্রোবিলাস বা কোণ (cone) তৈরি করে।

৮. গর্তপত্র মিলিত হয়ে বন্ধ প্রকোষ্ঠ তথা গর্ভাশয় গঠন করে না তাই ফল তৈরি হয় না এবং বীজ নগ্ন অবস্থায় ধারে

৯. স্ত্রী-রেণুপত্রে গর্ভমুণ্ড ও গর্ভদণ্ড না থাকায় পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়।

১০. সস্য সব সময় হ্যাপ্লয়েড, কারণ সস্য নিষেকের পূর্বে সৃষ্টি হয় এবং দ্বিনিষেক ঘটেনা (ব্যতিক্রম Ephedra)

১১. জীবনচক্রে অসম আকৃতির জনুক্রম বিদ্যমান। স্পেরোফাইটিক জনু দীর্ঘ এবং গ্যামেটোফাইটিক জনু সংক্ষিপ্ত।

Content added By
দ্বিনিষেক হয়
ফল দেখা যায়
ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে
এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড
Promotion