বান্দরবান জেলা

- সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | | NCTB BOOK
75
75
  • শংখ নদীর তীরে অবস্থিত।
  • বানরের বাধের ধারণা থেকে এর নামকরণ করা হয়। বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা।
  • বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ - তাজিন ডং, বান্দরবান। তাজিন ডং এর অন্য নাম- বিজয় ।
  • তাজিন ডং মামরা শব্দ, এর অর্থ গভীর অরণ্যের পাহাড়। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং, বান্দরবানে। বাংলাদেশের রাবার জোন হিসেবে খ্যাত বাইশারী (বাপরমন)।
  • চিম্বুক পাহাড়কে কালপাহাড় বা পাহাড়ের রানী বলা হয় ।
  • জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা থানচি উপজেলা-বান্দরবন।
  • জাতীয় সংসদের ৩০০ নং আসন বান্দরবন। উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট-বান্দরবনে ।
  • বাংলাদেশের সর্বোচ্চ খাল "রাইথিয়াং খাল”- বান্দরবানে। দেশের সর্বোচ্চ সড়ক পথ হচ্ছে আলী কদম, থানচি।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion