সাতক্ষীরা জেলা

সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী - সাতক্ষীরা জেলা
  • সাতঘর থেকে সাতঘরিয়া সেখান থেকে সাতক্ষীরা নামকরণ হয়।
  • পূর্ব নাম- সাতঘরিয়া। সাতক্ষীরা জেলার পশ্চিম দিকে হাড়িয়াভাঙ্গা নদী অবস্থিত।
  • হাড়িয়াভাঙ্গা নদীর তীরে দক্ষিণ তালপট্টি দ্বীপ রয়েছে। আয়তন ৮ বর্গ কি.মি. ।
  • ১৯৮১ সালে ভারত দক্ষিণ তালপট্টি দ্বীপকে জোর করে দখল করে নেয়।
  • দক্ষিণ তালপট্টি দ্বীপের ভারতীয় নাম- নিউমুর বা পূর্বশা।
  • বাংলাদেশের আয়তনে বৃহত্তম থানা শ্যামনগর- সাতক্ষীরায়।
Content added By
Promotion