ম্যাট্রিক্স ও নির্ণায়ক

একাদশ- দ্বাদশ শ্রেণি - উচ্চতর গণিত - উচ্চতর গণিত – ১ম পত্র | NCTB BOOK

ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদ

ম্যাট্রিক্সের প্রকারভেদ (Types of matrix)

ম্যাট্রিক্স (Matrix)

বিজ্ঞান ও গণিত এর বিভিন্ন তথ্য আয়তাকার সারি (অনুভূমিক রেখা) ও কলাম (উলম্ব রেখা) বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস (rectangular arrays) পাওয়া যায় একে ম্যাট্রিক্স বলে।

ম্যাট্রিক্সের সারি ও কলাম (Rows & Columns of Matrix)

ম্যাট্রিক্সে সংখ্যার আয়তাকার বিন্যাসকে দুই প্রকারে বিশ্লেষণ করা হয়। যথা: অনুভূমিক রেখা বরাবর এবং উলম্ব রেখা বরাবর। সংখ্যাগুলির আনুভূমিক লেখাগুলিকে সারি এবং উলম্ব রেখাগুলিকে কলাম বলা হয়।

ম্যাট্রিক্সের ক্রম (Order of Matrix)

m সংখ্যক সারি ও n সংখ্যক কলাম বিশিষ্ট কোনো ম্যাট্রিক্সকে m×n (m বাই n) ক্রমের ম্যাট্রিক্স বলা হয়। কোনো ম্যাট্রিক্সের ভুক্তি সংখ্যা এর সারি ও কলামের গুণফলের সমান হয়। 

ম্যাট্রিক্সের প্রকারভেদ (Types of matrix)

সারি ম্যাট্রিক্স (Row Matrix)

যে ম্যাট্রিক্সের কেবল একটি সারি বিদ্যমান থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে।

কলম ম্যাট্রিক্স (Column Matrix)

যে ম্যাট্রিক্সের কেবল একটি কলাম বিদ্যমান থাকে তাকে কলা ম্যাট্রিক্স বলে।

বর্গ ম্যাট্রিক্স (Square Matrix)

যে ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে।

মুখ্য বা প্রধান কর্ণ (Principal Diagonal)

মনে করি, A=(aij)n×n​ একটি n ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এখন a11​,a22​,a33​,...,ann​ ভক্তিগুলো নিয়ে যে বর্গ গঠিত তাকে মুখ্য বা প্রধান কর্ণ বলা হয়।

ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স (Upper Triangular Matrix)

কোনো বর্গ ম্যাট্রিক্স A=(aij​)n×n​ এর মুখ্য বা প্রধান কর্ণের নিম্নস্থ সবগুলি ভুক্তি 0 হলে ( অর্থাৎ aij​=0 যখন i

নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স (Lower Triangular Matrix)

কোনো বর্গ ম্যাট্রিক্স A=(aij)n×n​ এর মুখ্য বা প্রধান কর্ণের উপর সবগুলো ভুক্তি 0 হলে ( অর্থাৎ aij​=0 যখন i

কর্ণ ম্যাট্রিক্স (Diagonal Matrix)

কোনো বর্গ ম্যাট্রিক্স A=(aij)m×m কে m ক্রমের বর্গ ম্যাট্রিক্স বলা হবে যদি aij=0 হয় যখন ij অর্থাৎ মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত অপর সকল ভুক্তি (0) হবে।

স্কেলার ম্যাট্রিক্স (Scalar Matrix)

কোনো কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান হলে, ওই কর্ণ ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়।

একক বা অভেদক ম্যাট্রিক্স (Identity Matrix)

কোনো বর্গ ম্যাট্রিক্স A=(aij​)m×m​ কে m ক্রমের একক বা অভেদক ম্যাট্রিক্স বলা যাবে যদি i=j যখন aij=1 এবং যখন i=j এর জন্য aij​=0 হয়।

অর্থাৎ কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত অপর সকল ভুক্তি (0) এবং প্রধান কর্ণের প্রত্যেক ভুক্তি 1 হলে তাকে অভেদক বা একক ম্যাট্রিক্স বলা হয়।

শূন্য ম্যাট্রিক্স (Null Matrix)

কোনো ম্যাট্রিক্সের সকল ভুক্তি 0 হলে তাকে শূন্য ম্যাট্রিক্স বলে।

সমঘাতি ম্যাট্রিক্স (Idempotent Matrix)

বর্গাকার কোনো ম্যাট্রিক্সকে সমঘাতি ম্যাট্রিক্স বলা হবে যদি A2=A হয়।

শূন্যঘাতি ম্যাট্রিক্স (Nilpotent Matrix)

একটি বর্গ ম্যাট্রিক্স A কে শূণ্যঘাতি ম্যাট্রিক্স বলা হবে যদি An=0 হয় যেখানে n∈N। যদি সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য  An=0  হয়, তবে ম্যাট্রিক্স A কে n এর শূণ্যঘাতি ম্যাট্রিক্স বলা হয়।

অভেদঘাতি ম্যাট্রিক্স (Involutory Matrix)

একটি বর্গ ম্যাট্রিক্স A কে অভেদঘাতি ম্যাট্রিক্স বলা হবে যদি A2=I হয়।

ট্রান্সপোস ম্যাট্রিক্স (Transpose Matrix)

কোনো ম্যাট্রিক্স A এর যথাযথ সারি এবং কলাম বিনিময় করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স A এর ট্রান্সপোস ম্যাট্রিক্স বলা হয়। A ম্যাট্রিক্সের ট্রান্সপোস মেট্রিক্সকে At বা A′ দ্বারা প্রকাশ করা হয়।

প্রতিসম ম্যাট্রিক্স (Symmetric Matrix)

একটি বর্গ ম্যাট্রিক্স A=(aij)n×m\n​ কে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদিAt=A′ হয় অর্থাৎ (aij)=(aij)হয়।

বিপ্রতিসম ম্যাট্রিক্স (Skew Symmetric)

একটি বর্গ ম্যাট্রিক্স A=(aij)n×m\n​ কে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি At=−A′ হয় অর্থাৎ aij​=aji​ হয়। উল্লেখ্য যে প্রত্যেকটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তি সমূহ 0 অর্থাৎ aij​=0 যখন i=j।

উপ-ম্যাট্রিক্স (Sub Matrix)

কোনো একটি ম্যাট্রিক্সের যেকোনো সংখ্যক কলাম ও সারির ভুক্তি বাদ দিয়ে গঠিত আরেকটি ম্যাট্রিক্সকে মূল ম্যাট্রিক্সের উপ-ম্যাট্রিক্স বলা হয়।

লম্ব ম্যাট্রিক্স (Normal Matrix)

একটি বর্গ ম্যাট্রিক্স A কে লম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি AAt=AtA=I হয়।

ম্যাট্রিক্সের ট্রেস (Trace of a Matrix)

কোনো ম্যাট্রিক্সের প্রধান বা মূখ্য কর্ণের ভুক্তি সমূহের যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়।

ম্যাট্রিক্সের সমতা (Equivalence of Matrix)

দুটি ম্যাট্রিক্সকে সমান বলা হবে যদি এদের ক্রম সমান হয় এবং উভয়ের অনুরূপ ভুক্তিসমূহ পরস্পর সমান হয়।

হারমিসিয়ান ম্যাট্রিক্স (Hermitian Matrix)

কোনো বর্গ ম্যাটিক্স A=(aij)n×m\n​ হারমিসিয়ান ম্যাট্রিক্স হবে যদি Aθ=A অর্থাৎ aij=aij​ˉ​  হয় সকল 1≤i  , jn এর জন্য। 

বিপরীত হারমিসিয়ান ম্যাট্রিক্স (Inverse Hermitian Matrix)

কোনো বর্গ ম্যাটিক্স a=[(aij)n×n​ বিপরীত হারমিসিয়ান ম্যাট্রিক্স হবে যদি Aθ=−A অর্থাৎ aij​=−aij​ˉ​ হয়, সকল 1≤i, j≤n এর জন্য

Content added By

ম্যাট্রিক্সের সমতা, যোগ, বিয়োগ ও গুণ

 ম্যাট্রিক্স এর সমতা যোগ বিয়োগ গুন 

সারি ও কলামের সংখ্যা সমান
সারি কলামের সংখ্যা অসমান
একটি মাত্র সারি থাকে
কর্ণ মেট্রিক্সের অশূন্য উপাদানগুলো

ম্যাট্রিক্সের সরল

Please, contribute to add content into নির্ণায়ক.
Content

নির্ণায়কের ধর্মাবলি

Please, contribute to add content into নির্ণায়কের ধর্মাবলি.
Content

নির্ণায়কের ধর্ম ব্যবহার করে বিভিন্ন ধরণের সমস্যা সমাধান

Please, contribute to add content into নির্ণায়কের ধর্ম ব্যবহার করে বিভিন্ন ধরণের সমস্যা সমাধান.
Content

নির্ণায়কের অনুরাশি ও সহগুনক

Please, contribute to add content into নির্ণায়কের অনুরাশি ও সহগুনক.
Content

নির্নায়কের মান নির্নয়

Please, contribute to add content into নির্নায়কের মান নির্নয়.
Content

বর্গম্যট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স

Please, contribute to add content into একঘাত সমীকরণ জোট.
Content

বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে

Please, contribute to add content into ক্রেমারের নিয়মে.
Content

আরও দেখুন...

Promotion