নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে ‘না' উপসর্গ ব্যবহৃত হয়েছে?

Created: 1 year ago | Updated: 1 month ago
Updated: 1 month ago

যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে। অজানা (অজানা), অভিযোগ (অভিযোগ), বেতার (বে+তার) প্রভৃতি শব্দের 'অ', 'অভি', 'বে' হলো উপসর্গ।

অনেক সময়ে শব্দের শুরুতে একসঙ্গে একাধিক উপসর্গ বসতে পারে। যেমন, 'সম্প্রদান' শব্দে 'দান'-এর আগে 'সম্' এবং 'প্র' - এই দুটি উপসর্গ যুক্ত হয়েছে। একইভাবে 'বিনির্মাণ' শব্দে 'মান'-এর আগে বসেছে 'বি' এবং 'নির্' উপসর্গ।

উপসর্গের নিজের অর্থ নেই; কিন্তু নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য বলা হয়- উপসর্গের অর্থ নেই, কিন্তু অর্থের দ্যোতনা তৈরি করার ক্ষমতা আছে।

বাংলা ভাষায় অর্ধশতাধিক উপসর্গ রয়েছে।

উপসর্গের কাজ

নতুন শব্দ তৈরি করা উপসর্গের কাজ। যেমন সম্+বাদ সংবাদ, বি+বাদ বিবাদ। 'বাদ' শব্দের সঙ্গে 'সম্' এবং 'বি' উপসর্গ যোগ করে নতুন শব্দ 'সংবাদ' ও 'বিবাদ' তৈরি হলো।

উপসর্গের আর একটি কাজ শব্দের অর্থ পরিবর্তন করা। যেমন সু-নজর = সুনজর (অর্থের সংকোচন); সম্+পূর্ণ = সম্পূর্ণ (অর্থের সম্প্রসারণ); গর+হাজির = গরহাজির (বিপরীত অর্থ) ইত্যাদি।

নিচে কয়েকটি সুপরিচিত উপসর্গের অর্থদ্যোতনা, সাধিত শব্দ ও বিশ্লেষণ দেখানো হলো।

উপসর্গশব্দ গঠনসাধিত শব্দদ্যোতনা
অ-অ+কাজঅকাজঅনুচিত
 অ+বোধঅবোধঅল্প
অতি- অতি+কায়অতিকায়বৃহৎ
 অতি+আচারঅত্যাচারঅতিরিক্ত
অধি-অধি+কারঅধিকারকর্তৃত্ব
 অধি+বাসীঅধিবাসীমধ্যে
অনা-অনা+বৃষ্টিঅনাবৃষ্টিঅভাব
 অনা+সৃষ্টিঅনাসৃষ্টিবাজে
অনু-অনু+গমনঅনুগমনপিছনে
 অনু+রূপঅনুরূপতুল্য
অপ-অপ+কর্মঅপকর্মমন্দ
 অপ-সংস্কৃতিঅপসংস্কৃতিবিকৃত
অব-অব+দানঅবদানবিশেষ
 অব+গুণ্ঠনঅবগুণ্ঠনঅল্প
অভি -অভি+জ্ঞঅভিজ্ঞসম্যক
 অভি+জাতঅভিজাতউত্তম
আ-আ+রক্তআরক্তঈষৎ
 আ+খাম্বাআখাম্বাসদৃশ
উৎ-উৎক্ষেপণউৎক্ষেপণঊর্ধ্বে
 উৎ+বাস্তুউদ্বাস্তুপরিত্যক্ত
উপ-উপ+কূলউপকূলনিকট
 উপ+ভোগউপভোগসম্যক
কদ-কদ+বেলকদবেলগৌণ
কু-কু+কাজকুকাজনিন্দনীয়
 কু+পথকুপথঅসৎ
গর-গর+হাজিরগরহাজিরবিপরীত
 গর+ঠিকানাগরঠিকানাভিন্ন
দর-দর+দালানদরদালানমধ্যস্থ
 দর+কাঁচাদরকাঁচাসামান্য
দুঃ- (দুর্‌/দুস্)দুঃ+শাসনদুঃশাসনমন্দ
 দুর্+মূল্যদুর্মূল্যঅধিক
 দুস্+প্রাপ্যদুষ্প্রাপ্যঅল্প
 দুর্+দিনদুর্দিনমন্দ
না-ন+লায়েকনালায়েকঅপূর্ণ
 না-হকনাহকনেতি
নি-নি+দারুণনিদারুণঅতিশয়
 নি+খাদনিখাদনেই এমন
নিঃ-(নির্‌/নিস)নিঃ+শেষনিঃশেষপুরোপুরি
 নির্+ধননির্ধননেই এমন
 নির্+গমননির্গমনবাইরে
 নিস্+তরঙ্গনিস্তরঙ্গনেই এমন
নিম-নিম+খুননিমথুনপ্রায়
 নিম+রাজিনিমরাজিঅর্ধেক
পরা-পরা+জয়পরাজয়বিপরীত
 পরা+বাস্তবপরাবাস্তবঅতিশয়
পরি-পরি+ত্যাগপরিত্যাগসম্পূর্ণ
 পরি+পন্থীপরিপন্থীবিরুদ্ধ
পাতি-পাতি+হাঁসপাতিহাঁসছোটো
প্র-প্র+গতিপ্রগতিপ্রকৃষ্ট
 প্র+কোপপ্রকোপপ্রচণ্ড
প্রতি-প্রতি+ধ্বনিপ্রতিধ্বনিতুল্য
 প্রতি+হিংসাপ্রতিহিংসাপালটা
বদ-বদ+মেজাজবদমেজাজউগ্র
 বদ+জাতবজ্জাতনিন্দনীয়
বি-বি+ভুঁইবিভুঁইভিন্ন
 বি+জ্ঞানবিজ্ঞানবিশেষ
বে-বে+দখলবেদখলহৃত
 বে+আইনবেআইনবহির্ভূত
ভর-ভর+পেটভরপেটপূর্ণ
 ভর+জোয়ারভরজোয়ারচূড়ান্ত
স-স+ঠিকসঠিকসম্পূর্ণ
সম্ -সম্+মুখসম্মুখঅভিমুখে
 সম্+যোজনসংযোজনএকত্র
সু-সু+দিনসুদিনভালো
 সু+কৌশলসুকৌশলচমৎকার
হা-হা+ভাতহাভাতঅভাব
Content added By
Promotion