জুলিয়ান পৃথিবীর বিভিন্ন আবিষ্কার দেখে মুগ্ধ। একদিন সে নিজেও কিছু একটা আবিষ্কার করে বিখ্যাত হতে চাইল। তখন থেকেই বিভিন্ন কোম্পানির গাড়ির ইঞ্জিন, মডেলসহ সরবিষয়ে ধারণা নিতে লাগল। বহু সাধনার পরে সে সত্যিই অত্যাধুনিক এক ধরনের ইঞ্জিনসম্পন্ন নতুন মডেলের গাড়ি আবিষ্কারে সক্ষম হলো।
উক্ত বিষয়টি-
i. আচরণের নির্ধারক
ii. কর্মশক্তির প্রেরণাদায়ক
iii. উত্তেজনা উপশমকারক
নিচের কোনটি সঠিক?