বাংলাদেশ বিষয়াবলী

All Written Question - (630)

পদ্মা নদীর উপর নির্মীয়মাণ সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার। ২০১৯ সালে পদ্মা সেতুর ব্যয় দাঁড়িয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা (প্রাথমিক ভাবে যা ছিল ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লক্ষ টাকা)। পদ্মা সেতু নির্মাণের এ বিপুল পরিমাণ অর্থ দেশীয় অর্থায়নে যোগান দেওয়া হবে। পদ্মা সেতু যোগ করেছে মাওয়া (মুন্সিগঞ্জ) এবং জাজিরা (শরিয়তপুর)। সেতুটির মোট পিলার ৪২টি এবং স্প্যান ৪১টি।

10 months ago
নদীর নামকরতোয়াহালদাগোমতী
উৎপত্তিস্থলসিকিমের পার্বত্য অঞ্চলখাগড়াছড়ির বদনাতলী পর্বত শৃঙ্গভারতের ত্রিপুরা পাহাড়ের ডুমুর
পতিত মুখকাটাখালি হয়ে বাঙ্গালী নদীচট্টগ্রামের রাউজানে কর্ণফুলী নদীকুমিল্লার দাউদকান্দিতে মেঘনা নদী
10 months ago

১. মুজিবনগর সরকার শাসনব্যবস্থা পরিচালনার জন্য বিভিন্ন মন্ত্রণালয় গঠন করে।

২. তৎকালীন সময়ে এ সরকার বাংলাদেশকে ১১টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে।

৩. মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী গঠন করে।

৪. এই সরকার গঠনের পর থেকে অগণিত মানুষ দেশকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। 

৫. মুক্তিযুদ্ধ পরিচালনা এবং দেশে ও বিদেশে এই যুদ্ধে জনমত গড়ে তোলা ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার বিশেষ ভূমিকা পালন করে।

1 year ago

জাতীয় স্মৃতিসৌধ: জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গানিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। 

জাগ্রত চৌরাঙ্গীঃ গাজীপুরের জয়দেবপুর ভাস্কর আব্দুর রাজাক এটি নির্মাণ করেন।

1 year ago

হালদা নদী, এশিয়া একমাত্র প্রাকৃতিক মৎস্য কেন্দ্র। বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি চট্টগ্রাম জেলার নদী; প্রকৃতি প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি।

1 year ago

স্বল্পন্নত দেশের তালিকা থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের জন্য  তিনটি শর্ত পূরণ করতে হয় তা নিচে উল্লেখ করা হলো:

  • মাথাপিছু আয় কমপক্ষে ১২৩০ মার্কিন ডলারে রা
  • মানবসম্পদ সূচকে ৬৬ পয়েন্ট ও
  • অর্থনীতির তৎপরতা সূচকে ৩২ বা নিচে আনা।

২০১৮ সাল থেকে বাংলাদেশ তিনটি শর্তই পূরণ করে আসছে।

1 year ago

ভাসানচর জায়গাটি বর্তমান সময়ে ব্যাপক আলোচনায় আসার কারণ বাংলাদেশ সরকার ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে আশ্রয় দেওয়ার লক্ষ্যে প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়। বাংলাদেশ সরকার সম্প্রতি আগ্রহী রোহিঙ্গাদেরকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানন্তর করেছে।

এটি নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবস্থিত এবং ১২ কিলোমিটার দীর্ঘ।

1 year ago

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম সরকার  ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে গঠিত হয়। এই সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে।

 

1 year ago

জাতীয় কবি
 

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ সালে ২৪শে মে ১৮৯৯ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহন করেন। ছোটোবেলায় তাঁর ডাকনাম ছিল দুধু মিয়া।


তাঁর লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এজন্য তাকে "বিদ্রোহী কবি" বলা হয়। 
মাত্র তেতাল্লিশ বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন।
বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং  তাঁকে বাংলাদেশের নাগরিত্ব প্রদান করা হয়। 
স্বাধীনবাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। 
তাঁর রচিত কাব্যগুলোর মধ্যে অগ্নিবীণা, দোলন-চাঁপা, বিষের বাঁশি, ঝিঙে ফুল, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দোল উল্লেখযোগ্য।
গল্পগ্রন্থঃ'ব্যথার দান', 'নিকের বোন', 'শিউলি-মালা।
উপন্যাস- 'বাঁধনহারা', 'মৃত্যু', ' 
নাটক "ঝিলিমিলি', 'আলেয়া', 'শিল্পী', 'মধুমালা' প্রভৃতি।
প্রবন্ধ- রাজবন্দীর জবানবন্দী', 'যুগবাণী', 'দুর্দিনের যাত্রী'
 "মা" কবিতাটি ঝিঙেফুল' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ২৯শে আগস্ট ১৯৭১ সালে কবি ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

1 year ago

মরমী সাধক ও জমিদার হাসন রাজা ষাট বছর বয়সে সকল বিষয় বিশেষভাবে সম্পত্তি বিলি বন্টন করে দরববেশী জীবনযাপন শুরু করেন। অনেক দেবালয় ও আখড়া তার উদ্যোগে স্থাপিত হয়। তিনি বহু আধ্যাত্মিক গানের রচয়িতা। সিলেটের আঞ্চলিক ভাষায় রচিত এ গানগুলো তার "হাসন উপন্যাস' গ্রন্থে মুদ্রিত আছে।

1 year ago

বাংলাদেশের দুইটি মাতৃতান্ত্রিক নৃ-গোষ্ঠির নাম: গারো, খাসিয়া 
গারোদের বসবাস: ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল জেলার গারো পাহাড় এলাকা এবং মধুপুর ও ভাওয়াল গড়, অপুর সিলেটের চা বাগান এলাকায় বাস করে। 
খাসিয়াদের বসবাস: বাংলাদেশের সিলেট এবং ভারতের আসামে এদের বসবাস।

1 year ago

১৯৬৬ সালের ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন। ইতিহাসে এটি ৬ দফা কর্মসূচী নামে পরিচিত। পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ লাহোরের এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা ঘোষণা করেন।

1 year ago

মুজিব বর্ষের সময়কাল ছিল ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত। কিন্তু করোনা ভাইরাসের কারণে ১৬ ডিসেম্বর, ২০২১ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। পরেবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয় কমিটি ও বাস্তবায়ন কমিটির মেয়াদ ৩১ মার্চ ২০২২ পর্যন্ত বাড়ানো হয়েছে।

1 year ago