বাংলাদেশ বিষয়াবলী

All Written Question - (630)

কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে উল্লিখিত মন্তব্য করেছিলেন ১৯৭৩ সালে আলজিয়াস জোট নিরপেক্ষ সম্মেলনে ।

বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক প্রথম গ্রন্থ - “অসমাপ্ত আত্মজীবনী” প্রকাশকাল ১৮ জুন ২০১২ সালে । দ্বিতীয় গ্রন্থ - “কারাগারের রোজনামচা” প্রকাশকাল ১৭ মার্চ ২০১৭ সালে।

10 months ago

বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ ভুটান। দেশটি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে। 

10 months ago

বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠের নামঃ

১. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ 
২. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
৩. ফ্লাইট ল্যাফটেন্যান্ট মতিউর রহমান
৪. ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন
৫. ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ
৬. সিপাহি মোহাম্মদ হামিদুর রহমান
৭. সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল

10 months ago

ন্যায়পাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটি সাংবিধানিক পদ। ন্যায়পাল দেশের বিভিন্ন ধরণের অভিযোগের তদন্ত ও সে সম্পর্কে নিরপেক্ষ রিপোর্ট প্রদান করে। বাংলাদেশের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পাল এর কথা বর্ণিত আছে। বাংলাদেশ এখনো ন্যায়পাল পদটি সৃষ্টি করতে পারেনি। ১৮০৯ সালে প্রথম সুইডেনে ন্যায়পাল চালু হয়। Ombudsman এর বাংলা অর্থ হলো ন্যায়পাল ।

10 months ago