সাধারণ জ্ঞান

All Written Question - (7186)

পরিবেশের ক্ষতিসাধন না করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে অর্থনৈতিক উন্নয়নই সবুজ অর্থনীতি।

2 months ago

জাগ্রত চৌরঙ্গী মুক্তিযুদ্ধের মহান শহীদদের অসামান্য আত্মত্যাগের স্মরণে নির্মিত ভাস্কর্য যা ১৯৭৩ সালে ভাস্কর আবদুর রাজ্জাক নির্মাণ করেন। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত এটিই প্রথম ভাস্কর্য

2 months ago

‘সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য’- সংবিধানের ২১ (১) নং অনুচ্ছেদে বলা হয়েছে

2 months ago

বাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%।

 

এক নজরে বাংলাদেশ

সাংবিধানিক নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

সাপ্তাহিক ছুটি: শুক্রবার ও শনিবার। কিছু কিছু অফিস শনিবার খোলা থাকে।

আন্তর্জাতিক ডায়ালিং কোড : +৮৮০

আন্তর্জাতিক সময় অঞ্চল: বিএসটি (জিএমটি +৬ ঘণ্টা)

 

জনগণ

জনসংখ্যা : ১৬.১৭ কোটি (সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)

পুরুষ : ৮.১০ কোটি

মহিলা : ৮.০৭ কোটি

শিক্ষার হার : ৬৩.৬% 

ভাষা :

বাংলা (জাতীয় ভাষা) - ৯৫% জনগণ

অন্যান্য ভাষা - ৫%

ইংরেজির ব্যবহার প্রচলিত আছে।

ধর্ম

মুসলিম - ৮৬.৬%, 

হিন্দু - ১২.১%

বৌদ্ধ - ০.৬% 

খ্রিস্টান - ০.৪% এবং

অন্যান্য - ০.৩%.

বয়স-ভিত্তিক বণ্টন :

০-১৪ বছর : ৩০.৮% 

১৫-৪৯ বছর : ৫৩.৭% 

৫০-৫৯ বছর : ৮.২%

৬০ বছরের ঊর্ধ্বে : ৮.১%

(সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)

জনসংখ্যার বৃদ্ধির হার:  ১.২২%

জন্মহার: প্রতি হাজারে ১৮.৮ জন 

মৃত্যুহার : প্রতি হাজারে ৫.১ জন

লিঙ্গ বণ্টন :

লিঙ্গ অনুপাত (প্রতি ১০০ জন নারীর বিপরীতে পুরুষ) : ১০০.৩

উর্বরতা হার : নারীপ্রতি ২.৩ শিশু (সূত্র)


জাতিগোষ্ঠী:

বাঙালি : ৯৮%

ক্ষুদ্র নৃ গোষ্ঠী : ২%

প্রধান নৃ গোষ্ঠীসমূহ : চাকমা, মারমা, সাঁওতাল, গারো, মনিপুরী, ত্রিপুরা, তনচংগা

ভূগোল

ভৌগোলিক অবস্থান :

২৬° ৩৮' উত্তর অক্ষাংশ থেকে ২০° ৩৪' উত্তর অক্ষাংশ এবং 

৮৮° ০১' পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২° ৪১' পূর্ব দ্রাঘিমাংশ

আয়তন : ১৪৭,৫৭০ বর্গকিমি (ভূমি : ১৩৩,৯১০ বর্গকিমি, জলজ : ১০,০৯০ বর্গকিমি)

সীমানা :

উত্তরে ভারত (পশ্চিমবঙ্গ আর মেঘালয়)

পশ্চিমে ভারত (পশ্চিম বঙ্গ )

পূর্বে ভারত (ত্রিপুরা ও আসাম) এবং  মিয়ানমার

দক্ষিণে বঙ্গোপসাগর

সীমানা দৈর্ঘ্য : ৪,২৪৬ কিমি. (মায়ানমার : ১৯৩ কিমি., ভারত : ৪,০৫৩ কিমি.) 

সমুদ্র সীমানা : ৫৮০ কিমি.

মহীসোপান : মহাদ্বীপীয় মার্জিন বাইরের সীমা অবধি

বিশেষ অর্থনৈতিক এলাকা : ২০০ নটিক্যাল মাইল 

সমুদ্র এলাকা : ১২ নটিক্যাল মাইল

ভুমির ধরন : প্রধানত সমভুমি, পূর্ব ও দক্ষিনপূর্বে পাহাড়ি ভুমি 

রাজধানী : ঢাকা

এলাকাভিত্তিক পরিসংখ্যান :

বিভাগ ৮টি - ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর,ময়মনসিংহ

জেলা ৬৪ টি

উপজেলা ৪৯১ টি 

প্রধান নদীসমূহ : পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, ব্রম্মপুত্র, কর্ণফুলী, তিস্তা, শীতলক্ষ্যা, রূপসা, মধুমতি, গড়াই, মহানন্দা 

জলবায়ু

জলবায়ুর ধরন : উপ ক্রান্তীয় মৌসুমি বায়ু

গড় তাপমাত্রা : শীতকালে ১১° সি - ২০° সি (অক্টোবর - ফেব্রুয়ারি)

গ্রীষ্মকালে ২১° সি - ৩৮° সি (মার্চ - সেপ্টেম্বর) 

বৃষ্টিপাত : ১১০০ মিমি. - ৩৪০০ মিমি. (জুন - আগস্ট)

আর্দ্রতা :

সর্বোচ্চ ৯৯% (জুলাই),

সর্বনিম্ন ৩৬% (ডিসেম্বর - জানুয়ারি)

অর্থনীতি

অর্জন : বাংলাদেশ D-8 এর সদস্য।
          গোল্ডম্যান স্যাস কর্তৃক “Next Eleven Economy of the world” হিসেবে বিবেচিত। 

মাথাপিছু আয় : $১,৬০২ (সুত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা - ২০১৭)

জিডিপি প্রবৃদ্ধি (%) : ৭.২৪ (সুত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা - ২০১৭)

দারিদ্র্যের হার : ২৩.৫% (সুত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা - ২০১৭) 

মানব উন্নয়ন সূচকে অবস্থান : ১৩৯ তম 

আন্তর্জাতিক অনুদান নির্ভরতা: ২%

প্রধান ফসল : ধান, পাট, চা, গম, আঁখ, ডাল, সরিষা, আলু, সবজি, ইত্যাদি। 

প্রধান শিল্প : পোশাকশিল্প (পৃথিবীর ২য় বৃহত্তম শিল্প), পাট (বিশ্বের সর্ববৃহৎ উৎপাদনকারী), চা, সিরামিক, সিমেন্ট, চামড়া, রাসায়নিক দ্রব্য, সার, চিংড়ি প্রক্রিয়াজাত, চিনি, কাগজ, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স সামগ্রী, ঔষধ, মৎস্য।

প্রধান রপ্তানি : পোশাক (পৃথিবীর ২য় বৃহত্তম শিল্প), হিমায়িত চিংড়ি, চা, চামড়া ও চামড়াজাত দ্রব্যাদি, পাট ও পাটজাত দ্রব্য (পাট উৎপাদনে বাংলাদেশ প্রথম), সিরামিক্স, আইটি আউটসোর্সিং, ইত্যাদি। 

প্রধান আমদানি : গম, সার, পেট্রোলিয়াম দ্রব্যাদি, তুলা, খাবার তেল, ইত্যাদি।

প্রধান খনিজ সম্পদ : প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা, চিনামাটি, কাচ বালি, ইত্যাদি। 

মুদ্রা : টাকা (বিডিটি - প্রতীক  ৳) 

১০০০, ৫০০, ১০০, ৫০, ২০, ১০, ৫, ২, ও ১ টাকার নোট আর 

৫০, ২৫, ১০, ৫, ২৫, ১০, ৫ ও ১ পয়সা 

 

শ্রমিক বণ্টন: ৫.৪১ কোটি

পুরুষঃ ৩.৭৯ কোটি,

নারীঃ ১.৬২ কোটি (সূত্র : বিইএস)

 

শিল্প-ভিত্তিক শ্রমিক বণ্টন:

কৃষি : ৪৮.৪%,

শিল্প : ২৪.৩%,

অন্যান্য : ২৭.৩%

 

সুত্র : বাংলাদেশ পরিসংখান ব্যুরো

পরিবহন ব্যবস্থা : সড়ক, আকাশপথ, রেল, নদীপথ (বিস্তারিত)

ইপিজেড : ঢাকা, উত্তরা, আদমজী, চট্রগ্রাম, কুমিল্লা, ঈশ্বরদী, কর্ণফুলী, এবং মংলা।

 

ঐতিহাসিক দিনসমূহ

স্বাধীনতা দিবস: ২৬ মার্চ

বিজয় দিবস: ১৬ ডিসেম্বর

শহীদ দিবস: ২১ ফেব্রুয়ারি (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পরিচিত)

 

পর্যটন

পর্যটন আকর্ষণ: ঢাকা, চট্রগ্রাম, কক্সবাজার, কাপ্তাই, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কুয়াকাটা, বগুড়া, খুলনা, সুন্দারবন, সিলেট, রাজশাহী, দিনাজপুর, এবং কুমিল্লা

বিমানবন্দর: ঢাকা (আন্তর্জাতিক), চট্রগ্রাম (আন্তর্জাতিক), সিলেট (আন্তর্জাতিক), যশোর, রাজশাহী, সৈয়দপুর, বরিশাল, কক্সবাজার

আরও তথ্য: বাংলাদেশ পর্যটন কর্পোরেশন

 

তথ্য প্রযুক্তি (আইটি)

জাতীয় ডোমেইন: .bd

ইন্টারনেট অনুপ্রবেশ : ৬.৬৭ কোটি (২০১৭) সূত্রঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন 

মোবাইল ব্যাবহারকারী : ১২ কোটি ৮৩ লক্ষ (২০১৭) সূত্রঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন 
মোবাইল অনুপ্রবেশ : জনসংখ্যার ৮০%

 

বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক ক্রম

জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর ৮ম বৃহত্তম দেশ

৪র্থ বৃহৎ মুসলিম দেশ, মুসলিম সংখাগরিষ্ঠ দেশ হিসাবে বিশ্বের ৩য় দেশ

জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বিশ্বের ৭ম বৃহৎ দেশ, ১০ কোটির উপর জনসংখ্যার দেশ হিসাবে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ (সূত্র)

গাঙ্গেয় বদ্বীপে অবস্থিত, যা পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ

কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত

জিডিপির দিক থেকে, বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর ৩৫তম দেশ কিন্তু জিডিপি বৃদ্ধির দিক থেকে পৃথিবীর ২৮তম অর্থনীতি (সূত্র)

বাংলাদেশের পোশাকশিল্প পৃথিবীর ২য় বৃহত্তম পোশাকশিল্প (সূত্র)

পৃথিবীর সর্ববৃহৎ পাট উৎপাদনকারী দেশ (পাট উদ্ভিজ্জ আঁশের মধ্যে উৎপাদনের দিক দিয়ে ২য়, তুলার পরেই অবস্থান)

সুন্দরবন (বাংলাদেশ ও ভারত) পৃথিবীর সর্ব বৃহৎ ম্যানগ্রোভ বন

বাংলাদেশের পোশাকশিল্পে নূন্যতম মজুরি পৃথিবীর সর্বনিম্ন (বেসরকারি সুত্র)

2 months ago

বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গপথ।

2 months ago

বাংলাদেশের সর্ব পূর্বের উপজেলা থানচি এবং সর্ব পশ্চিমের উপজেলা শিবগঞ্জ।  

2 months ago

যুক্তরাষ্ট্রের দুইটি রাজনৈতিক দলের নাম হলোঃ রিপাবলিকান পার্টি, ডেমোক্রাটিক পার্টি

2 months ago

ITI এর পূর্ণরূপ Industrial Training Institute. আইটিআই অর্থাৎ ‘ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট’ এটি একটি শিল্প বা বৃত্তিমূলক কোর্স।

2 months ago

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ভিডিও রেকর্ড করেন তৎকালীন পাকিস্তান সরকারের চলচ্চিত্র বিভাগের চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা আবুল খায়ের, যিনি ভাষণের ভিডিও ধারণ করেন

2 months ago

বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ এর প্রধান লক্ষ্য হলো- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা

2 months ago

বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ ভেড়ামারায় অবস্থিত। ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রথম বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ১৯৭৬ সালে। তখন দুটি ইউনিট থেকে মোট ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো। প্রতিটি প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিলো ২০ মেগাওয়াট।

2 months ago

স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও শ্লোগান যা ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম এই প্রতিশ্রুতি ও স্লোগান দেন

‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ভিত্তি চারটি। এগুলো হচ্ছে—

  1. স্মার্ট নাগরিক
  2. স্মার্ট অর্থনীতি
  3. স্মার্ট সরকার
  4. স্মার্ট সমাজ

স্মার্ট বাংলাদেশ নির্মাণে এ চারটি নির্দিষ্ট ক্ষেত্রকে চিহ্নিত করে অগ্রসর হলে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের কোনো অবশিষ্ট থাকবে না।স্মার্ট নাগরিক ও স্মার্ট সরকার এর মাধ্যমে সব সেবা এবং মাধ্যম ডিজিটালে রূপান্তরিত হবে। আর স্মার্ট সমাজ ও স্মার্ট অর্থনীতি প্রবৃদ্ধি নিশ্চিত করলে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

‘স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী। এককথায় সব কাজই হবে স্মার্ট। যেমন স্মার্ট শহর ও স্মার্ট গ্রাম বাস্তবায়নের জন্য স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট পরিবহন, স্মার্ট ইউটিলিটিজ, নগর প্রশাসন, জননিরাপত্তা, কৃষি, ইন্টারনেট সংযোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করা। অনলাইনে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এক শিক্ষার্থী, এক ল্যাপটপ, এক স্বপ্নের উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে। এর আওতায় সব ডিজিটাল সেবা কেন্দ্রীয়ভাবে সমন্বিত ক্লাউডের আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের নাম পরিবর্তন করে ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’ গঠন করেছে বাংলাদেশ সরকার।

2 months ago