সাধারণ জ্ঞান

All Written Question - (6706)

কলের পানিতে সাধারণত আয়রন এবং আর্সেনিক নামের রাসায়নিক উপাদান থাকে।

10 months ago

বিভিন্ন প্রক্রিয়ার কারনে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে থাকে। এর মধ্যে অন্যতম কারণ হলো সূর্য থেকে আলোকরশ্মি বিক্রিরণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠে পড়ে ভূপৃষ্ঠ উত্তপ্ত করতে পারে, আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ফলে হতে পারে ইত্যাদি।

10 months ago

টলেমি ছিলেন একজন বিশ্ববিখ্যাত জ্যোতির্বিদ। জ্যোতির্বিদ্যায় টলেমির অবদান অসামান্য।

10 months ago

আলো যে ৭টি বর্ণের সমষ্টি (বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল), এটি প্রমাণ করেন বিজ্ঞানী নিউটন।

10 months ago

Optical Fiber Cable আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সাহায্যে তথ্য আদান-প্রদান হয়ে থাকে।

10 months ago

তড়িৎ প্রবাহের একক এর নাম 'অ্যাম্পিয়ার' (ইংরেজি অক্ষর A দ্বারা প্রকাশ করা হয়)।

10 months ago

বিংশ শতাব্দীর প্রথম ভাগে বাংলা ভাষার অন্যতম প্রধান সাময়িক পত্রিকা ছিলো সবুজ পত্র। সাহিত্যিক প্রমথ চৌধুরীর সম্পাদনায় এটি প্রকাশিত হতো। এর প্রথম প্রকাশ বাংলা ১৩২১ সালে (ইংরেজি: ১৯১৪ খ্রি.)

10 months ago

যুক্তরাজ্যে বিশ্বের প্রথম রেলপথ উদ্বোধন করা হয় ১৮২৫ সালের ২৭ সেপ্টেম্বর। আর বাংলাদেশে ১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারি দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত সর্বপ্রথম রেললাইন প্রতিষ্ঠা করা হয়।

10 months ago

'রেলপথ বিভাগ'কে' 'রেলপথ মন্ত্রণালয়' নামকরণ করা হয় ২০১১ সালের ৪ ডিসেম্বর।

10 months ago

বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

10 months ago

ICAO এর পূর্নরূপ International Civil Aviation Organization (আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা)। ICAO প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালের ৭ ডিসেম্বরে।

10 months ago

বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ বা ভূখণ্ড হলো 'ছেঁড়া দ্বীপ'। এই দ্বীপটি সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি অবস্থিত।

10 months ago

আমাদের অস্ত্রে প্রধানত দুই পর্বের প্রাণীরা বসবাস করতে পারে। পর্ব দুটি হলোঃ প্লাটিহেলমিন্থেস ও নেমাটোডা।

10 months ago

গ্রেগর জোহান মেন্ডেল জিন তত্ত্বের জনক। তিনি অস্ট্রিয়ার অধিবাসী।

10 months ago

উদ্ভিদের মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, কাণ্ড ইত্যাদিতে মাইটোসিস বিভাজন ঘটে। মাইটোসিস প্রক্রিয়ায় প্রকৃত কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়।

10 months ago