সাধারণ জ্ঞান

All Written Question - (6809)

অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

2 weeks ago

বাংলাদেশের সর্বোচ্চ বিচারাঙ্গন বা বিচার আদালত বলা হয় - সুপ্রীম কোর্ট কে।

2 weeks ago

বাঙালি জাতির স্বপ্নের প্রতিক পদ্মা সেতু 2022 সালের ২৫ শে জুন উদ্ভোবন করা হয়।

2 weeks ago

2026 বিশ্বকাপ হবে তিন দেশে। যথা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। উল্লেখ্য প্রথম উদ্ভোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে।

2 weeks ago

বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম- নাজমুন আরা সুলতানা। তিনি 1950 সালে মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন।

2 weeks ago

ভাসানচর দ্বীপটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলায় হাতিয়া উপজেলায় অবস্থিত। এর আয়তন-25 বগূ কিলোমিটার। মেঘনা ও বঙ্গোপসাগরের চরে জেগে ওঠা এই দ্বীপটিতে বর্তমানে রোহিঙ্গাদের আশ্রয়ন নির্মান করা হয়েছে।

2 weeks ago

আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা- রাঙামাটি ও সবচেয়ে ছোট জেলা-নারায়নগঞ্জ।

2 weeks ago

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মান করা হয়েছে বঙ্গবন্ধু টানেল। এর দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। এটি 2023 সালের ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।

2 weeks ago

ঢাকা মেট্রোরেল

ঢাকা মেট্রো
চালুর তারিখ২৮ ডিসেম্বর, ২০২২
পরিচালক সংস্থাঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
কারিগরি তথ্য
মোট রেলপথের দৈর্ঘ্য২১.২৬ কিমি ১২৮.৭৪১ (পরিকল্পিত)
2 weeks ago

খাদ্যের উপাদান খাদ্যে ছ'টি উপাদান থাকে, যথা- শর্করা, আমিষ বা প্রোটিন, স্নেহপদার্থ, ভিটামিন বা খাদ্যপ্রাণ, খনিজ লবণ এবং জল।

2 weeks ago

শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ, ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা শেখ লুৎফর রহমান এবং মা শেখ সায়েরা খাতুন।

2 weeks ago