জীববিজ্ঞান

All Written Question - (709)

যে পরিশোষণ প্রক্রিয়াতে বাহিরে থেকে কোন এটিপি বা শক্তির প্রয়োজন হয় না তাকে নিষ্ক্রিয় পরিশোষণ বলে

5 months ago

যে প্রতীকের সাহায্যে একটি পুষ্পের মাতৃ-অক্ষের তুলনায় এর বিভিন্ন স্তবকের পুষ্প পত্রগুলোর অবস্থান, সংখ্যা, সমসংযোগ, অসমসংযোগ, পুষ্পপত্রবিন্যাস, অমরাবিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য দেখানো হয় তাকে পুষ্প প্রতীক বলে।

1 month ago

উদ্ভিদবিদ্যায়, সোরাস, (বহুবচনে সোরি), হল একটি হলুদ-বাদামী গুচ্ছ যা স্পোর (স্পোরাঙ্গিয়া) উৎপন্ন করে। এটি সাধারণত ফার্নের পাতার নীচের পৃষ্ঠে পাওয়া যায়। সোরাস কখনও কখনও ছত্রাক এবং লাইকেনের কিছু জাতের মধ্যে একটি গৌণ বাহ্যিক স্তর দ্বারা বেষ্টিত থাকে।

1 month ago

যে যৌন জননে বৃহদাকার নিশ্চল স্ত্রী জনন কোষের সাথে অপেক্ষাকৃত ক্ষুদ্র সচল পুংজনন কোষের মিলন ঘটে তাকে উগ্যামাস প্রকৃতির জনন বলে। এ ধরনের জননে অংশগ্রহণকারী গ্যামিটকে বলা হয় হেটেরোগ্যামিটস। আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস এবং উগ্যামাস প্রকৃতির জননের মধ্যে উগ্যামাস উন্নত প্রকৃতির। Oedogonium নামক শৈবালে উগ্যামাস প্রকৃতির জনন দেখা যায়।

1 month ago

কোনও জীব প্রজাতির প্রতিটি স্বতন্ত্র জীব যেসব বংশগতিমূলক তথ্য (বংশাণু বা জিন) বহন করে, তাদের সমষ্টি বা সামগ্রিক অনুক্রমকে বংশাণুসমগ্র বা জিনোম বলে।

1 month ago

ক্রাস্টোজ লাইকেন একধরনের লাইকেন যা একটি ক্রাস্টের (ক্রাস্টোজ) মত অর্থাৎ আস্তরণের মত জন্মায় এবং এর ধারকের উপর ঘনিষ্ঠভাবে বিস্তৃত থাকে। লাইকেন গঠিত হয় শৈবাল এবং ছত্রাকের একত্রে অবস্থানের ফলে। দুইটি ভিন্ন জীবের এরূপ সহাবস্থানকে মিথোজীবিতা বলে।

1 month ago

দ্বিপদ নামকরণ বলতে বোঝায় দুটি পদের সমন্বয়ে উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নামকরণের পদ্ধতি। এই নামকরণ ল্যাটিন ভাষায় করা হয় এবং এর দুইটি অংশ থাকে। প্রথম অংশে থাকে গণ এবং গণ নামের শেষে প্রজাতিক পদ যুক্ত করে প্রতিটি জীবের দ্বিপদ নামকরণ বা Binomial Nomenclature করা হয়। এই নামকে বৈজ্ঞানিক নামও বলা হয়।

1 month ago

মাশরুম (ইংরেজি: Mushroom) এক ধরনের ছত্রাক এবং এদের অধিকাংশই ব্যাসিডিওমাইকোটা এবং কিছু অ্যাসকোমাইকোটার অন্তভুক্ত। অন্যান্য উদ্ভিদের ন্যায় মাশরুমের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরীর জন্য সূর্য থেকে আলোর প্রয়োজন পড়ে না।

1 month ago