সারমর্ম লিখুন:


নম্র কহে, "ধূলিকণা, ভোগ মিছে,
চিরকাল পড়ে র'লি চরণের নিচে।"
ধূলিকণা কহে, "ভাই, কেন কর ঘৃণা?
তার তোমার দেহের আমি পরিলাম কিনা?
মেঘ বলে, "সিন্ধু,তব জনম বিফল,
পিপাসায় দিতে না আর একবিন্দু জল!"
সিন্ধু কহে, "পিতৃনিন্দা কর কোন মুখে?
তুমিও অপেয় হবে পড়িলে এ বুকে"।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

মানুষ যখন নিচু অবস্থান থেকে উঁচু অবস্থানে উন্নীত হয় তখন সে স্বভাবতই ভুলে যায় তার অতীতকে। এ ধরনের মানুষ তার অতীতকে স্বীকার তো করেই না ডাকে অবহেলা করে। সে যায় তার আপন অস্তিত্বকে, আপন উত্থানের শক্তিকে। এ ধরনের মানসিকতা কোনো সমাজেই কাম্য নয়।

1 year ago

বাংলা

Please, contribute to add content.
Content
Promotion