নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার লক্ষ্যে আপনার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একখানা আবেদনপত্র লিখুন ।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

১৬ এপ্রিল, ২০১৯

এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার,
সোনালী ব্যাংক লিমিটেড,
 ঢাকা বিশ্ববিদ্যালয় কর্পোরেট শাখা, ঢাকা৷

বিষয়: নৈমিত্তিক ছুটির আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, জ্বরে আক্রান্ত থাকার কারণে আমি গত ১৩ এপ্রিল ২০১৯ থেকে ১৫ এপ্রিল ২০১৯ পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলাম । এই কারণে উক্ত তিন দিন আমি ব্যাংকে অনুপস্থিত ছিলাম । এখন শারীরিকভাবে সুস্থ হওয়ায় আমি আজ ১৬ এপ্রিল ২০১৯ এ আবার ব্যাংকে যোগদান করেছি। আমার অসুস্থতার প্রমাণস্বরূপ ডাক্তারের চিকিৎসাপত্র নিচে সংযুক্তি করা হলো ।

অতএব, অনুগ্রহ করে উল্লিখিত তিনদিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করে বাধিত করবেন ।

বিনীত
এস. এম. শামস্
সিনিয়র অফিসার
সোনালী ব্যাংক লিমিটেড,
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্পোরেট শাখা, ঢাকা ।

1 year ago

বাংলা

Please, contribute to add content.
Content
Promotion