উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও :

আমবৌলা গ্রামের সালমা বেগম ঘরের আঙিনায় চারটি ফজলি আমের চারা রোপণ করেন। প্রতিবেশী মানিক মিয়ার শিশুপুত্র সেগুলো কেটে ফেলে। মন খারাপ না করে সালমা বেগম পুনরায় চারটি রূপালি আমের চারা রোপণ করেন। কসমেটিকস সামগ্রী বিক্রেতা তার স্বামী জনাব মাসুদের নিকট ঈদের সময় হরিণাহাটি গ্রামের শেফালী বেগম 'মমতাজ মেহেদী' কিনতে আসলে সেটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তিনি তাকে ফিরিয়ে দেন।

সালমা বেগমের বৃক্ষরোপণে হাদিসের কোন শিক্ষা প্রস্ফুটিত?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago
Promotion