Summary
৮ এবং ১৫ সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক, কারণ উভয়ের সাধারণ গুণনীয়ক ১ ছাড়া আর কিছু নেই। এছাড়া, ১০, ২১ এবং ১৪৩ সংখ্যাও পরস্পর সহমৌলিক। সাধারণভাবে, যদি দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র ১ হয়, তাহলে সেগুলো সহমৌলিক হয়।
কাজ:
- দুই অঙ্কবিশিষ্ট ১০টি মৌলিক সংখ্যা লেখ।
- ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় কর।
- নীচের জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক নির্ণয় কর:
- (ক) ১৬, ২৮
- (খ) ২৭, ৩৮
- (গ) ৩১, ৪৩
- (ঘ) ২১০, ১৪৩
৮ এবং ১৫ দুইটি স্বাভাবিক সংখ্যা।
এখানে, ৮ = ১ ২২২ এবং ১৫ = ১৩৫
লক্ষ করি, ৮ এর গুণীনয়কগুলো ১, ২, ৪, ৮ এবং ১৫ এর গুণনীয়কগুলো ১, ৩, ৫, ১৫। দেখা যাচ্ছে, ৮ এবং ১৫ এর মধ্যে ১ ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাই, ৮ এবং ১৫ সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক।
আবার ১০, ২১ ও ১৪৩ এর মধ্যে ১ ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। অতএব, সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু ১ হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।
| কাজ: ১. দুই অঙ্কবিশিষ্ট ১০টি মৌলিক সংখ্যা লেখ। ২. ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় কর। ৩. নিচের জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক নির্ণয় কর: (ক) ১৬, ২৮ (খ) ২৭, ৩৮ (গ) ৩১, ৪৩ (ঘ) ২১০, ১৪৩ |
# বহুনির্বাচনী প্রশ্ন
Read more