শূন্যস্থান পূরণ কর:
১. পুরাণ শব্দের অর্থ ………………………………।
২. চণ্ডী হচ্ছে ……………………………… পুরাণের একটি অংশবিশেষ।
৩. বাসন্তী পূজার সময় ……………………………… পাঠ করা হয়।
8. সুরথ ……………………………… বংশের রাজা ছিলেন।
৫. যা দেবী ……………………………… শক্তিরূপেণ সংস্থিতা।
ডান পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে বাম পাশের সাথে মিল কর:
বাম পাশ | ডান পাশ |
১. পুরাণে মানুষের জন্য ২. শ্রীশ্রীচণ্ডীর অপর নাম ৩. মহামায়া সকলকে ৪. দেবতাদের তেজঃপুঞ্জ হতে ৫. হিন্দুদের আদি ধর্মগ্রন্থের নাম হচ্ছে | সপ্তশতী বেদ কল্যাণকর জীবন সম্পর্কে বলা হয়েছে এক দিব্য নারীমূর্তির সৃষ্টি হয় শ্রী গৌরাঙ্গ বিপদ থেকে রক্ষা করেন |
নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও:
১. ধর্মগ্রন্থের ধারণাটি উদাহরণসহ ব্যাখ্যা কর।
২. পুরাণের মূল শিক্ষা কীভাবে কাজে লাগাবে ব্যাখ্যা কর।
৩. রাজা সুরথ কেন রাজ্যহারা হলেন?
8. মহিষাসুর বধের উদ্দেশ্য বুঝিয়ে লেখ।
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
১. পুরাণ পাঠের আবশ্যকতা ব্যাখ্যা কর।
২. পুরাণ শুধু একটি বিষয় নিয়েই রচিত হয়নি কথাটি যুক্তি দিয়ে ব্যাখ্যা কর।
৩. শ্রীশ্রীচণ্ডীর শিক্ষা কীভাবে সমাজের মঙ্গলের জন্য ব্যবহার করা যায়- বুঝিয়ে লেখ।
8. শ্রীশ্রীচণ্ডী পাঠের মাহাত্ম্য সমাজ জীবনের আলোকে ব্যাখ্যা কর।
বহুনির্বাচনি প্রশ্ন
১. পুরাণের প্রধান বৈশিষ্ট্য কয়টি?
ক. পাঁচ
খ. বার
গ. আঠার
ঘ. একুশ
২. স্বর্গ কথাটির অর্থ কী?
ক. সুখ
খ. শান্তি
গ. পুণ্য
ঘ. সৃষ্টি
৩. ধর্মগ্রন্থে বর্ণিত হয় -
i. ঈশ্বরের বাণী ও মাহাত্ম্য
ii. সমাজ জীবনের জন্য মঙ্গলজনক উপদেশ
দেবদেবীর কাহিনী
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সৌমি প্রতিদিন শ্রীশ্রীচণ্ডী পাঠ করে। এতে সারাদিন তার মন ভালো থাকে। তাছাড়া সে মনে করে চণ্ডী পাঠ করার ফলে তার ও পরিবারের মঙ্গল হয়।
8. সৌমির পঠিত গ্রন্থে কার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে?
ক. দুর্গা
খ. লক্ষ্মী
গ. সরস্বতী
ঘ. শীতলা
৫. সৌমি প্রতিদিন শ্রীশ্রীচণ্ডী পাঠ করে। কারণ এর মাধ্যমে -
i. ঈশ্বরভক্তির নিদর্শন রয়েছে
ii. বিপদ থেকে পরিত্রাণের পথপ্রদর্শক
iii. ধর্ম রক্ষিত হয়।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সৃজনশীল প্রশ্ন
১। সঞ্জয় দুর্ধর্ষ ও নিষ্ঠুর প্রকৃতির হলেও সন্তানবৎসল। সে সামান্য ব্যাপারেই রাগান্বিত হয়ে তুলকালাম কাণ্ড বাধায়। শিশু থেকে বৃদ্ধ সবার সঙ্গে দুর্ব্যবহার করে। তার স্বার্থে আঘাত লাগলে মারধর পর্যন্ত করে। অন্যায়ভাবে অন্যের সম্পদ কেড়ে নেয়। এসকল কারণে সকলেই তাকে অপছন্দ করে। অথচ প্রচুর দানধ্যান করে বলে তাকে ত্যাগ করতে পারে না। তারই ছেলে দেবজিৎ আবার সম্পূর্ণ বিপরীত। সে অমায়িক ও দয়ালু এবং পরোপকার ও সমাজসেবামূলক কাজ করতে ভালোবাসে। দেবজিৎ বাবার অনৈতিক কর্মকাণ্ড একেবারেই পছন্দ করে না। অন্যায় দেখলেই প্রতিবাদ করে বলে প্রায়ই বাবার সাথে দ্বন্দ্ব হয়।
ক. শ্রীশ্রীচণ্ডীতে কতগুলো মন্ত্র আছে?
খ. শ্রীশ্রীচণ্ডী কীভাবে পুরাণের অন্তর্গত?
গ. সঞ্জয়ের চরিত্রের সাথে মহিষাসুরের চরিত্রের তুলনামূলক আলোচনা কর।
ঘ. 'শ্রীশ্রীচণ্ডীর শিক্ষা দেবজিৎ-এর চরিত্রে অনেকটাই প্রতিফলিত হয়েছে'-কথাটি মূল্যায়ন কর।
Read more