অনুশীলনী

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য - স্বাস্থ্যবিজ্ঞান পরিচিতি ও স্বাস্থ্যসেবা | NCTB BOOK
194

বহুনির্বাচনি প্রশ্ন

১. দেহ নিরোগ ও সুস্থ থাকাকে কী বলে?
ক. সুস্বাস্থ্য
খ. স্বাস্থ্য ব্যবস্থা
গ. চিকিৎসা ব্যবস্থা
ঘ. স্বাস্থ্য বিজ্ঞান

২. নিচের কোনটি ছোঁয়াচে রোগ?
ক. ম্যালেরিয়া
খ. ইনফুয়েঞ্জা
গ. প্যারালাইসিস
ঘ. টাইফয়েড

৩. কোনটি সংক্রামক রোগ বিস্তারের পরোক্ষ কারণ?
ক. ড্রপলেট ইনফেকশন
খ. জীবজন্তর কামড়
গ. ভেক্টর বোর্ন
ঘ. সরাসরি স্পর্শ

৪. নিচের কোনটি বায়ুবাহিত রোগ?
ক. নিউমোনিয়া
খ. টিটেনাস
গ. হাম
ঘ. প্লেগ

৫. 'আরোগ্যের চেয়ে প্রতিরোধ ভালো'-প্রবাদটিতে নিচের কোনটি প্রতিফলিত হয়েছে?
ক. রোগ হতে আরোগ্য লাভ
খ. রোগীর সঠিক পরিচর্যা
গ. রোগ পরবর্তী সতর্কতা
ঘ. রোগ পূর্ব সতর্কতা

৬. হুক ওয়ার্ম রোগ হবার প্রধান কারণ কোনটি?
ক. পাগলা কুকুরের কামড়
খ. ইদুরের কামড়
গ. অ্যানোফিলিস মশার কামড়
ঘ. মাটির সাথে দেহের ক্ষত স্থানের সংস্পর্শ

অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও।

৭. উদ্দীপকের কোন গুচ্ছ হাম রোগের লক্ষণ?
ক. গুচ্ছ-A
খ. গুচ্ছ-B
গ. গুচ্ছ-A ও B
ঘ. গুচ্ছ-B ও C

৮. উদ্দীপকের রোগগুলো প্রতিরোধে সর্বোত্তম ব্যবস্থা হলো-
i. যথাসময়ে প্রতিরোধমূলক টিকা গ্রহণ
ii. কীট পতঙ্গের কামড় এড়িয়ে চলা
iii. বিশুদ্ধ পানি পান ও ব্যবহার নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...