আধ্যাত্মিক নিরাময়কারী যীশু

তৃতীয় শ্রেণি (প্রাথমিক স্তর ২০২৪) - যীশুর কর্মজীবন - খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা | NCTB BOOK

পাঠ: ৫

আধ্যাত্মিক নিরাময়কারী যীশু

(যোহন ১১:৫-১৫)

যীশু তাঁর বিভিন্ন আশ্চর্য কাজের মাধ্যমে মানুষকে নিরাময়তা দান করেছেন। তিনি শুধু শারীরিক নিরাময়তা দান করেননি, আধ্যাত্মিকভাবেও নিরাময় করেছেন। তিনি মানুষকে তাঁর ভালোবাসা দিয়েও নিরাময়তা লাভের সুযোগ করে দিয়েছেন। যীশু যে একজন নিরাময়কারী তা বাইবেলের বিভিন্ন ঘটনার মাধ্যমে জানা যায়।

মার্থা, মরিয়ম ও লাসারকে যীশু খুব ভালোবাসতেন। লাসার একদিন খুব অসুস্থ হলে মার্থা ও মরিয়ম যীশুকে অনুরোধ জানালেন যেন, তিনি তাদের বাড়িতে এসে লাসারকে সুস্থ করেন। যীশু সে সময়ে তাদের বাড়িতে আসেননি। যদিও মার্থা ও মরিয়ম ভেবেছিলো যে, তিনি হয়তো খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসবেন। যীশুর না আসার একটি উদ্দেশ্য ছিলো। যীশু অবশ্য যিরূশালেমে আসলেন আরও দুদিন পরে। ইতোমধ্যে লাসার মারা গেছে। যীশু যিরূশালেমের কাজ শেষ করে বৈথনিয়াতে গেলেন। তখন লাসারের মৃত্যুর প্রায় চারদিন অতিবাহিত হয়েছে। মার্থা তাদের সঙ্গে দেখা করতে এলেন এবং কিছুটা অনুযোগের স্বরে বললেন যে, তিনি যদি সেখানে থাকতেন তাহলে লাসার হয়তো মারা যেতেন না। যীশু তখন তাদের বললেন যে, লাসার আবার জীবিত হবে। মার্থা যীশুর কথার অর্থ বুঝতে পারেননি। মরিয়ম তখনও যীশুর কাছে আসেননি। তাই মার্থা তাকে ডেকে নিয়ে এলেন। মরিয়ম ও মার্থার মতো অনুযোগ জানালো। মরিয়ম এরপর কাঁদতে শুরু করলেন। তার কান্না দেখে সবাই কাঁদতে শুরু করলেন। যীশুও কাঁদতে লাগলেন। সবাই বুঝতে পারলো যে- যীশু সত্যিই লাসারকে খুব ভালোবাসতেন।

 

যীশু তখন সবাইকে নিয়ে কবরের কাছে গেলেন। তিনি তাদের আদেশ দিলেন যেন, কবরের মুখ থেকে পাথরটা সরিয়ে দেয়া হয়। সবাই কিছুটা অবাক হলো। যীশু সেখানে কিছুক্ষণ প্রার্থনা করলেন এবং জোরে লাসারকে ডাকলেন। তিনি বললেন, "লাসার বেরিয়ে এসো" আর সত্যিই লাসার বেরিয়ে এলো। তার পা থেকে মাথা পর্যন্ত কাপড়ে মোড়ানো ছিল। যীশুর নির্দেশে তা খুলে দেওয়া হলো। যারা সেখানে এইসব ঘটনা দেখেছে, তারা বিশ্বাস করলো যে, যীশু সত্যিই ঈশ্বর। আসলে যীশু মানুষকে আধ্যাত্মিকভাবে সুস্থতা দান করে তাদের বিশ্বাসকে শক্তিশালী করতে চেয়েছেন।

 

ক) সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দেই

 

i) আশ্চর্য কাজের মাধ্যমে যীশু নিরাময়তা দান করেছেন।

ii) যীশু শারীরিক নিরাময়তা দান করেছেন। 

iii) যীশু লাসারকে মোটেই ভালোবাসতেন না। 

iv) যীশু তাদের বললেন, লাসার আবার জীবিত হবে। 

v) মার্থা যীশুর কথার অর্থ বুঝেছিলো।

 

খ) চিন্তা করি ও লিখি।

 

i) লাসার অসুস্থ হলে মার্থা ও মরিয়ম কী করেছিলেন? 

ii) যীশু কেন লাসারকে দেরিতে দেখতে এসেছিলেন? 

iii) যীশু মৃত লাসারের জন্য কী করেছেন? 

iv) তোমার কেউ অসুস্থ হলে তুমি কী করো? 

v) তোমার প্রিয় ব্যক্তি মারা গেলে তুমি কী করো?

 

গ) আমার ক্লাসের কোনো বন্ধু অসুস্থ হলে তার জন্য কী কী করতে পারি তা নমুনা ছকে লিখি।

এ পাঠে শিখলাম

- যীশু শারীরিক, আধ্যাত্মিক নিরাময়কারী ও জীবনদাতা।

Content added By
Promotion