ঈশ্বর আমাদের ভালোবাসেন বলে তিনি চান আমরা যেন তাঁর কথা মতো চলি। তাঁর একান্ত ইচ্ছা আমরা যেন আজ্ঞাগুলো যত্ন সহকারে পালন করি। আজ্ঞাগুলো পালন করে আমরা ঈশ্বরের প্রতি আমাদের শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করি। ঈশ্বরের দেওয়া দশটি আজ্ঞা মনে রাখবো এবং তা পালন করতে চেষ্টা করবো।
খ) শুদ্ধ/অশুদ্ধ লিখি।
i) ঈশ্বর দশটি আজ্ঞা দিয়েছেন।
ii) ব্যভিচার করবে না।
iii) বিশ্রামবারে কাজ করা ভালো।
iv) ঈশ্বর আমাদের ভালোবাসেন।
গ) নিচের গাছটিতে মা/বাবা আমার জন্য যা করেন তা লিখি।
Read more