ওয়েল্ড জোড়ের ত্রুটি-বিচ্যুতি পরীক্ষার প্রয়োজনীয়তা

এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
  • ওয়েল্ডিং জোড়ের চাক্ষুষ পরীক্ষার সর্বোত্তম পরীক্ষা হিসেবে বিবেচিত। আন্দাজ না করে চোখে দেখে দোষ-ত্রুটি শনাক্ত করাই বাস্তব সম্মত বলে বিবেচিত। সব ধরনের ব্যাপক সংখ্যক ওয়েন্ডের জোড় সর্বপ্রথম চাক্ষুষ পরীক্ষা করা হয় এবং এতে নিম্নলিখিত বিষয়সমূহ দেখা হয়-
  • ওয়েল্ডের চেহার/আকৃতি-প্রকৃতি
  • পরিমাপের সূক্ষ্মতা এবং যন্ত্রাংশসমূহ একই অক্ষ রেখায় কীনা?
  • ওয়েন্ডের আকৃতি
  • জোড়ের অসম্পূর্ণ পেনিট্রেশন
  • আন্ডার কাট
  • স্লাগ ইনক্লুশানস
  • পৃষ্ঠে ছিদ্রময়তা
  • ওয়েন্ডের ফাটল
  • ক্রেটার এবং বিশেষ করে ওয়েন্ডের প্রান্তে ক্রেটারের মধ্যকার ফাটল
  • ওয়েল্ড বিডের মসৃণতা
  • অতিরিক্ত ক্যাপিং রান
  • কনকেভ/কনভেক্স আকৃতি
  •  মাল পুড়ে ঝুলে পড়া
  • ওয়েল্ড জোড়ের ফলে ধাতুতে বিকৃতি
  • এছাড়াও ওয়েন্ডিং করার সময় চাক্ষুষ তদারকিতে জোড়ের ত্রুটি প্রতিরোধ করা সম্ভব হয়
Content added By
Promotion