খনিজ লবণ ও পানি (পাঠ-৭)

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - বিজ্ঞান - খাদ্য ও পুষ্টি | NCTB BOOK
851
Summary

রহিমন গলগণ্ড এবং সাহিদা রক্তাস্বল্পতায় ভুগছে, যার মূল কারণ হলো খনিজ লবণের অভাব। দেহের জন্য বিভিন্ন প্রকার খনিজ লবণ প্রয়োজন, যেমন ফসফরাস, পটাসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ক্লোরিন এবং ম্যাগনেসিয়াম।

খনিজ লবণের প্রয়োজনীয়তা:

  • ক্যালসিয়াম: দাঁত ও হাড়ের সুস্থতায় সহায়তা করে। খাদ্য উৎস: দুধ, মাংস ও সবুজ শাকসবজি।
  • ফসফরাস: সুস্থ দাঁত ও হাড়ের জন্য। খাদ্য উৎস: দুধ, মাংস, ডিম, ডাল।
  • লোহা: রক্তের লালকণিকা বৃদ্ধি করে। খাদ্য উৎস: মাংস, ফল।
  • আয়োডিন: থাইরয়েড গ্রন্থির কাজ সুসম্পন্ন করে। খাদ্য উৎস: সামুদ্রিক মাছ।
  • সোডিয়াম: দেহের কোষগুলোর জন্য প্রয়োজনীয়। খাদ্য উৎস: সাধারণ লবণ।
  • ম্যাগনেসিয়াম: এনজাইম বিক্রিয়ায় সহায়তা করে। খাদ্য উৎস: সবুজ শাকসবজি।
  • ক্লোরিন: দাঁতের স্বাস্থ্য রক্ষা করে। খাদ্য উৎস: খাবার লবণ।

পানির গুরুত্ব: পানি জীবনের অপরিহার্য উপাদান। এটি দেহের গঠন, খাদ্য পরিপাক এবং ক্ষতিকর পদার্থ অপসারণে সহায়তা করে।

রাফেজ: শস্যদানা, ফল ও সবজির আঁশযুক্ত অংশ, যা মানবদেহে মল তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে।

রহিমন গলগণ্ড, সাহিদা রক্তাস্বল্পতায় ভুগছে- এরা কেন এসব রোগে ভুগছে? খনিজ লবণের অভাবে তাদের দেহে এসব রোগ সৃষ্টি হয়েছে। ভাত ও তরকারির সাথে আমরা লবণ খাই। তাছাড়াও আমাদের দেহের জন্য আরও কয়েক প্রকার লবণ প্রয়োজন হয়। দেহ কোষ ও দেহের তরল উপাদানের জন্য (যেমন- রক্ত, এনজাইম, হরমোন ইত্যাদি) খনিজ লবণ খুবই দরকারি। খনিজ লবণ দেহ গঠন, দেহের অভ্যন্তরীণ কাজ (যেমন- পেশি সংকোচন, স্নায়ু উত্তেজনা) নিয়ন্ত্রণে সহায়তা করে। হাড়, এনজাইম ও হরমোন গঠনের জন্য এটি একটি অপরিহার্য উপাদান।

উদ্ভিদ মাটি থেকে সরাসরি খনিজ লবণ শোষণ করে। আমরা প্রতিদিন যে শাকসবজি, ফলমূল খাই এ থেকে আমরা প্রয়োজনীয় খনিজ লবণ পেয়ে থাকি। আমাদের দেহের ওজনের ১% পরিমাণ লবণ থাকে। এ উপাদানগুলো হলো ফসফরাস, পটাসিয়াম, ক্যালসিয়াম, সালফার, সোডিয়াম, ক্লোরিন ও ম্যাগনেসিয়াম। এছাড়া লোহা, আয়োডিন, দস্তা, তামা ইত্যাদি খনিজ লবণ আমাদের দেহের জন্য অতি সামান্য পরিমাণে দরকার। এগুলোর অভাব ঘটলে দেহে মারাত্মক সমস্যা দেখা দেয়। যেমন আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। খাবার লবণের সাথে আয়োডিন মিশিয়ে আয়োডাইড লবণ তৈরি করা হয়। গলগণ্ড রোধে আয়োডিনযুক্ত লবণ খাওয়া উচিত।

গুরুত্বপূর্ণ খনিজ লবণগুলো নিচের ছকে দেওয়া আছে। কোন কোন খাদ্যে এগুলো পাওয়া যায় এবং এদের প্রয়োজনীয়তার বিবরণও এই ছকে আছে।

খনিজ লবণ

খাদ্যের উৎস

প্রয়োজনীয়তা

ক্যালসিয়াম

দুধ, মাংস ও সবুজ শাকসবজি।

দাঁত ও হাড়ের সুস্থতায়, রক্ত জমাট বাঁধতে ও স্নায়ু ব্যবস্থার সুষ্ঠু কাজ সম্পাদনে সহায়তা করে।

ফসফরাস লবণ

দুধ, মাংস, ডিম, ডাল ও সবুজ শাকসবজি।

সুস্থ দাঁত ও হাড়ের জন্য।

লোহা

মাংস, ফল ও সবুজ শাকসবজি।

রক্তের লালকণিকা বৃদ্ধি করে রক্তস্বল্পতা দূর করে।

আয়োডিন

সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক মাছ ও মাছের তেল।

থাইরয়েড গ্রন্থির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের মাধ্যমে গলগণ্ড রোগ মুক্ত রাখে।

সোডিয়াম

সাধারণ লবণ, নোনা ইলিশ, পনির ও নোনতা বিস্কুট।

দেহের অধিকাংশ কোষে এবং দেহরসের জন্য এর স্বল্পতা দেহে আড়ষ্ট ভাব আনে।

ম্যাগনেসিয়াম

সবুজ শাকসবজি।

এনজাইম বিক্রিয়া ও দাঁতের শক্ত আবরণ গঠনে ভূমিকা রাখে।

ক্লোরিন

খাবার লবণ

দাঁতের স্বাস্থ্য রক্ষা ও হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করা।

পটাসিয়াম

মাছ, দুধ, ডাল, আখের গুড় ও শাকসবজি।

পেশি সংকোচনে ভূমিকা রাখে।

পানি
পানি খাদ্যের একটি অপরিহার্য উপাদান। জীবন রক্ষার কাজে অক্সিজেনের পরই পানির স্থান। খাদ্য ছাড়া মানুষ কয়েক সপ্তাহ বাঁচতে পারে, কিন্তু পানি ছাড়া কয়েক দিনও বাঁচতে পারে না। আমাদের দেহের দুই-তৃতীয়াংশ হলো পানি।
পানি দেহের গঠন, অভ্যন্তরীণ কাজ (যেমন- খাদ্য গলাধঃকরণ, পরিপাক ও শোষণ ইত্যাদি) নিয়ন্ত্রণ করে। পানি দেহে দ্রাবক রূপে কাজ করে। বিভিন্ন খনিজ পদার্থ, খাদ্য উপাদান পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। পানির কারণে রক্ত তরল থাকে, যা রক্ত সঞ্চালনে বিশেষ ভূমিকা পালন করে। পানি দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখে। পানির আরও একটি প্রধান কাজ হলো মলমূত্রের সাথে ক্ষতিকর পদার্থ অপসারণ করা। পানির অভাবে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, বিপাক ক্রিয়া ও রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে। তাই আমাদের নিয়মিত পরিমাণ মতো নিরাপদ পানি পান করা প্রয়োজন।
রাফেজ: শস্যদানা, ফল ও সবজির কিছু অংশ যা হজম বা পরিপাক হয় না এমন তন্ত্রময় বা আঁশযুক্ত অংশ রাফেজ নামে পরিচিত। ফল ও সবজির রাফেজ সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর ছাড়া আর কিছুই নয়। রাফেজ হজম হয় না। রাফেজ পরিপাকের পর অপরিবর্তিত থাকে। এই অপরিবর্তিত রাফেজ মানবদেহে মল তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে।
নতুন শব্দ: রাফেজ ও এনজাইম।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...