চাকা- অক্ষদণ্ড (পাঠ ১০-১১)

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - বিজ্ঞান - বল এবং সরল যন্ত্র | NCTB BOOK
943
Summary

চাকা-অক্ষদণ্ড হলো একটি সরলযন্ত্র, যা লিভারের ভিন্নরূপ। এতে ভার একটি রশির মাধ্যমে চাকায় বাঁধা হয় এবং চাকাটি ঘুরলে রশিটি অক্ষদণ্ডে জড়ানো হয়। চাকা ও অক্ষদণ্ডের ব্যাসার্ধের অনুপাত যান্ত্রিক সুবিধা নির্ধারণ করে। উদাহরণস্বরূপ, যদি চাকার ব্যাসার্ধ অক্ষদণ্ডের ৬ গুণ হয়, তবে ১ কিলোগ্রাম বল প্রয়োগ করে ৬ কিলোগ্রাম ভারের বস্তুকে উপরে তোলা সম্ভব। তাই চাকার ব্যাসার্ধ বেশি হওয়া প্রয়োজন। মোটরগাড়ির হুইল, স্ক্রু-ড্রাইভার এ ধরনের যন্ত্র।

ক্রু ড্রাইভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের জন্য:

  • ২টি ভিন্ন আকৃতির স্ক্রু ড্রাইভার
  • দুটি সমান লম্বা ক্রু
  • নরম কাঠ

পদ্ধতি:

  1. প্রথমে সরু হাতলের স্ক্রু ড্রাইভার দিয়ে একটি শিক্ষার্থী স্কুকে ঢুকিয়ে ৫ বার ঘুরিয়ে দেখুন।
  2. এরপর মোটা হাতলের স্ক্রু ড্রাইভার দিয়ে একই কাজ করুন।
  3. দুটি পরীক্ষার মধ্যে পার্থক্য লক্ষ্য করুন। এই পার্থক্য আপনাকে জানাবে কোন ধরনের স্ক্রু ড্রাইভার যান্ত্রিক সুবিধা বেশি প্রদান করবে।

চাকা- অক্ষদণ্ড এক ধরনের সরলযন্ত্র। এটা মূলত লিভারেরই ভিন্নরূপ। এখানে ভারকে একটি রশির মাথায় বাঁধা হয় এবং চাকাটিকে ঘুরিয়ে সে রশিটি অক্ষদণ্ডে জড়ানো হয়। চাকা ও অক্ষদণ্ডের ব্যাসার্ধের অনুপাতের ওপর এর যান্ত্রিক সুবিধা নির্ভর করে। অর্থাৎ যদি চাকার ব্যাসার্ধ অক্ষদণ্ডের ব্যাসার্ধের ৬ গুণ হয় তবে ১ কিলোগ্রাম বল প্রয়োগ করে ৬ কিলোগ্রাম ভরের বস্তুকে উপরে উঠানো যাবে। তাহলে একটি ব্যাপার স্পষ্ট যে, চাকা অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধা বৃদ্ধির জন্য এর চাকার ব্যাসার্ধ বেশি হওয়া প্রয়োজন। মোটরগাড়ির হুইল, স্ক্রু-ড্রাইভার ইত্যাদি চাকা- অক্ষদণ্ডের মতো কাজ করে।

কাজ: ক্রু ড্রাইভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়।
প্রয়োজনীয় উপকরণ: ২টি ভিন্ন আকৃতির স্ক্রু ড্রাইভার, দুটি সমান লম্বা ক্রু ও নরম কাঠ।
পদ্ধতি: প্রথম অপেক্ষাকৃত সরু-হাতলের ক্রু ড্রাইভারটি দিয়ে একজন শিক্ষার্থী স্কুকে ঢুকাও। এক্ষেত্রে হাতলকে পাঁচবার সম্পূর্ণভাবে ঘুরাবে। অনুরূপভাবে অপেক্ষকৃত মোটা হাতলের ক্রু ড্রাইভার দ্বারা ৫ বার ঘুরিয়ে দেখ। কোনো পার্থক্য দেখা যাচ্ছে? এই পার্থক্যই তোমাকে বলে দিবে ক্রু ড্রাইভারের যান্ত্রিক সুবিধা পেতে কী ধরনের ক্রু ড্রাইভার ব্যবহার করবে।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...