পরম আরোগ্যদাতা যীশু

তৃতীয় শ্রেণি (প্রাথমিক স্তর ২০২৪) - যীশুর কর্মজীবন - খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা | | NCTB BOOK

পাঠ: ৪

পরম আরোগ্যদাতা যীশু

(লুক ৪:৩৮-৪০)

 

যীশু সমাজগৃহ থেকে বেরিয়ে সিমোনের বাড়িতে এসে ঢুকলেন। সিমোনের শাশুড়ী তখন প্রবল জ্বরে ভুগছিলেন; লোকেরা তাঁর জন্যে যীশুর কাছে অনুরোধ জানালো। যীশু এসে তাঁর দিকে ঝুঁকে দাঁড়ালেন, জ্বরটাকে ধমক দিলেন তিনি, আর সঙ্গে সঙ্গে জ্বরটা সিমোনের শাশুড়ীকে ছেড়ে চলে গেলো। তিনি তখনই উঠে তাদের সেবা-যত্ন করতে শুরু করলেন। সেদিন সূর্য ডুবু ডুবু, যাদের ঘরে কোনো না কোনো রোগে পীড়িত লোক ছিলো তারা সকলেই যীশুর কাছে তাদের নিয়ে আসতে লাগলো। তাদের প্রত্যেকের উপর একবার হাত রেখে তিনি তাদের সারিয়ে তুলতে লাগলেন।

সৌরভ ও সুরভী দুই ভাইবোন। তারা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। তাদের বাবা একজন অফিস কর্মকর্তা এবং মা একজন স্কুল শিক্ষিকা। তাদের ঠাকুরমাও তাদের সঙ্গে থাকেন। পরিবারটি খুবই ধার্মিক এবং প্রার্থনাশীল। প্রতিদিন সন্ধ্যায় একত্রে প্রার্থনা করে, বাইবেল পাঠ করে এবং বাইবেলের বাণীর অর্থ বুঝতে সহভাগিতা করে। খুব সুন্দরভাবে তাদের দিন কাটছিল। হঠাৎ একদিন ছোট সুরভী এক জটিল ভাইরাসে আক্রান্ত হয়।

মরণাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারের সবাই প্রতিদিন করজোড়ে ঈশ্বরকে ডাকতে থাকে। ডাক্তারগণও বিচলিত হয়ে পড়েন। কিন্তু সৌরভের মা-বাবা ও ঠাকুরমার দৃঢ় বিশ্বাস ছিলো সুরভী ভালো হবেই। প্রায় দশদিন পর সকালে দেখা গেলো সুরভী জোরে জোরে প্রভুকে বলছে, "প্রভু যীশু তোমাকে ধন্যবাদ" সুরভীর সুস্থতা দেখে ডাক্তার নার্স ও অন্যান্য রোগীরা অবাক হলো। ঈশ্বরে তারাও বিশ্বাসী হয়ে উঠলো।

 

ক) সঠিক উত্তরটি বেছে নিয়ে টিক (✓) চিহ্ন দেই।

i) যীশু উপাসনা ঘর/সমাজগৃহ/ প্রার্থনাগৃহ থেকে বেরিয়ে সিমোনের বাড়িতে গেলেন।

ii) সিমোনের শাশুড়ী তখন প্রবল জ্বরে/ঠাণ্ডায়/কাশিতে ভুগছিলেন। 

iii) লোকেরা পিতরের/ যোহনের/যীশুর কাছে অনুরোধ জানালো।

iv) যীশু জ্বরটাকে ধমক/থাপ্পর/ ধাক্কা দিলেন। 

ⅴ) সিমোনের শাশুড়ী তখন নাচতে/ সেবাযত্ন করতে/গান করতে শুরু করলো।

 

খ) চিন্তা করে সঠিক তথ্য দিয়ে ছকটি পূরণ করি।

 

এ পাঠে শিখলাম

 

- আরোগ্যদাতা যীশু মুখের কথায় অসুস্থ ব্যক্তিকে সুস্থ করেন।

Content added || updated By
Promotion