পাতার প্রকারভেদ (পাঠ- ৯)

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - বিজ্ঞান - উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য | NCTB BOOK
1.2k
Summary

মৌলিকভাবে পত্রের গঠনকে দুই ভাগে ভাগ করা যায়:

  • সরলপত্র: এক পত্র ফলক থাকে। উদাহরণস্বরূপ আম, জাম, কাঁঠাল। কিনারা অখণ্ডিত বা অসম্পূর্ণভাবে খণ্ডিত।
  • যৌগিকপত্র: একাধিক ছোট ফলক (অণুফলক) থাকে। উদাহরণস্বরূপ গোলাপ, নিম, তেঁতুল। যৌগিক পত্রের ফলক সম্পূর্ণভাবে খণ্ডিত হয়।

যৌগিকপত্রের দুই ধরনের বিন্যাস রয়েছে:

  • i) পক্ষল যৌগিকপত্র
  • ii) করতলাকার যৌগিকপত্র

নতুন শব্দ: সরলপাতা, যৌগিক পাতা ও মধ্যশিরা।

একটি আমের পাতা ও একটি তেঁতুলপাতা হাতে নিয়ে দেখলেই বুঝা যাবে যে আমপাতার ফলকটি অখণ্ডিত। কিন্তু তেঁতুলপাতাটির ফলক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে খণ্ডিত। পত্রফলকের এই বৈশিষ্ট্যের ভিত্তিতে পত্রকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা- ১) সরলপত্র ও ২) যৌগিকপত্র।
১। সরলপত্র: সরলপত্রে বৃন্তের উপরে একটিমাত্র পত্র ফলক থাকে। আম, জাম, কাঁঠাল, বট ইত্যাদি উদ্ভিদের পাতা সরলপত্র। একটি সরল পত্রের কিনারা অখণ্ডিত বা অসম্পূর্ণভাবে খণ্ডিত থাকে।
২। যৌগিকপত্র: গোলাপ, নিম, তেঁতুল, কৃষ্ণচূড়া, নারকেল, সজনে ইত্যাদি উদ্ভিদের পাতা পরীক্ষা করে দেখলে দেখা যাবে যে প্রতিটি পাতার অনেকগুলো ছোটো ছোটো ফলক থাকে। এরা অণুফলক। যৌগিক পত্রের ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো পরস্পর হতে আলাদাভাবে অণুফলক সৃষ্টি করে। অণুফলক বা পত্রকগুলো যে দণ্ডে সাজানো থাকে তাকে র‍্যাকিস বা অক্ষ বলে। বিভিন্ন ধরনের যৌগিকপত্র রয়েছে। পত্রকের বিন্যাস অনুযায়ী যৌগিকপত্র দুই ধরনের, যথা- i) পক্ষল যৌগিকপত্র এবং ii) করতলাকার যৌগিকপত্র।

নতুন শব্দ: সরলপাতা, যৌগিক পাতা ও মধ্যশিরা।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...