পোর্টেবল/বেঞ্জ গ্রাইন্ডারের সাহায্যে মেটাল গ্রাইন্ডিং

এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
Please, contribute by adding content to পোর্টেবল/বেঞ্জ গ্রাইন্ডারের সাহায্যে মেটাল গ্রাইন্ডিং.
Content

গ্রাইন্ডিং হুইল নির্বাচন

১) মেটালের প্রকারের উপর ভিত্তি করে গ্রাইন্ডিং হুইল নির্বাচন করতে হবে।

২) যে মেশিনে গ্রাইন্ডিং হবে তা কোন ধরনের । 

৩) গ্রাইন্ডিং হুইলের আকার অর্থাৎ পরিধির পরিমাণ কতটুকু ।

৪) মেটাল ক্ষয়ের হার ও মসৃণতার আলোকে প্রাইন্ডিং হুইল নির্বাচন কর। 

Content added By

ওয়ার্কপিস প্রস্তুতি

  • গ্রাইন্ডিং মেশিনের গ্রাইন্ডিং হুইলের মধ্যে ওয়ার্কপিসটি ঠিকভাবে ধরে গ্রাইন্ডিং করতে পারে, সেভাবে ওয়ার্কপিস প্রস্তুত কর।
  • ওয়ার্কপিসটি গ্রাইন্ডিং করে ক্ষয় করার লক্ষ্যে বিভিন্ন ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল অনুযায়ী লে-আউটসহ মার্কিং কর ।
  • নিচে গ্রাইন্ডিং-এর জন্য লেদ টুল বিটের জন্য নির্ধারিত বিভিন্ন অ্যাঙ্গেল টেবিল প্রদত্ত হলো :
ওয়ার্কপিস ম্যাটেরিয়ালফ্রন্ট ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ডিগ্রিফ্রন্ট এজ কাটিং অ্যাঙ্গেল (ডিগ্রি)সাইড কাটিং এজ অ্যাঙ্গেল (ডিগ্রি)সাইড কাটিং এজ অ্যাঙ্গেল (ডিগ্রি) সাইড রেক অ্যাঙ্গেল (ডিগ্রি)টপ/ব্যাঞ্চ রেক অ্যাঙ্গেল (ডিগ্রি)
স্টিল, শক্ত৮-১৫ ১৫-৩০৬-১০ ১০-২০৬- ১৫১০-১৫
স্টিল, শক্ত৮৭-১৫ ১৫-৩০৬-১০১০-২০৬- ১৫১০-১৫
কাস্ট আয়রন, নরম৮-১৫ ১৫-৩০৬-১০১০-২০৬- ১৫৩-৬
কাস্ট আয়রন, শক্ত ৮-১৫১৫-৩০৬-১০১০-২০৬- ১৫৩-৮
ব্রাশ, ব্রোঞ্জ৮-১৫১৫-৩০৬-১০১০-২০৬- ১৫৩-১০ 
কপার ৮-১৫১৫-৩০৬-১০১০-২০৬- ১৫১০-১৫
অ্যালুমিনিয়াম৮-১৫১৫-৩০৬-১০১০-২০৬- ১৫১০-১৫

 

Content added By

ওয়ার্কপিস আটকানো

  • ওয়ার্কপিস গ্রাইন্ডিং হুইল বরাবর সুবিধাজনক স্থানে আটকাতে হবে ।
  • ওয়ার্কপিসটি হাতে ধরার জন্য হ্যান্ড গ্লাভস ব্যবহার করে ধরতে হবে এবং চোখে গগলস পরতে হবে।
Content added By

গ্রাইন্ডিং সম্পন্ন

গ্রাইডিং মেশিন গ্রাইন্ডিং করার পূর্বে দেখে নিতে হবে যে, তার সাথে আনুষঙ্গিক ফিটিং সংযুক্ত আছে কিনা । যেমন- টুলরেস্ট, হুইল গার্ডার, সেফটি গ্লাস গার্ডার ইত্যাদি। এগুলো না থাকলে গ্রাইন্ডিং-এর সময় দুর্ঘটনা ঘটতে পারে । গ্রাইন্ডিং-এর সময় চোখে সেফটি গগল্স ও হাতে হ্যান্ড গ্লাভস লাগানো উচিত। যে কার্যবস্তু গ্রাইন্ডিং করতে হবে তার কাটিং অবস্থা বুঝতে হবে। এরপর মেশিন চালু করে নিতে হবে। যেহেতু গ্রাইন্ডিং হুইল-এর ঘূর্ণন গতি খুব বেশি, প্রথমে কার্যবস্তুকে টুলরেস্টের উপর স্থাপন করে ধীরে ধীরে হুইলের সংস্পর্শে আনতে হবে । প্রথমে ধীরে ধীরে গ্রাইন্ডিং করে হাতের ব্যালেন্সে ঠিক করে নিতে হবে। প্রতিটি কাজ ভালো করে সম্পন্ন করতে নিয়মিত অভ্যাসের প্রয়োজন। গ্রাইন্ডিং-এর ক্ষেত্রে যেহেতু হাতের ব্যালেন্স ক্ষয় করা হয়, সেজন্য নিয়মিত অভ্যাস প্রধান বিবেচ্য বিষয়।

চিত্রঃ ব্যব ৩/১ গ্রাইন্ডিং হুইলে জব ধরার কৌশল  

Content added || updated By

গ্রাইন্ডিং-এর সময় ও পরে পরীক্ষা

গ্রাইন্ডিং-এ বেশি দুর্ঘটনা হয়, হাত হতে কার্যবস্তু ছিটকে গিয়ে বা খসে গিয়ে। তাই প্রাইন্ডিং-এর সময় অবশ্যই কার্যবস্তুকে ভালোভাবে ধরে টুলরেস্ট স্থাপনপূর্বক গ্রাইন্ডিং করা উচিত। এছাড়া জবটি সঠিকভাবে গ্রাইন্ডিং সম্পন্ন হয়েছে কি না তা পরীক্ষা করে নিশ্চিত হতে হবে। গ্রাইন্ডিং-এর সময় মেটালের ক্ষুদ্র কণা বেগে ছিটকে আসে সেজন্য চোখ রক্ষার জন্য অবশ্যই সেফটি গগলস
পরতে হবে এবং ক্রমান্বয়ে ফিড দিতে হবে ।

Content added By

গ্রাইন্ডিং-এ সতর্কতা

Grinding মেশিনে কাজ করার সময় নিম্নবর্ণিত সতর্কতাগুলি অবশ্যই পালনীয়

১. পরিশ্রান্ত অবস্থায় Grinding মেশিন চালানো উচিৎ নয়।

২. টিলা কাপড় পরিধান করে প্রাইভিং করা যাবে না।

৩. হ্যান্ড গ্লোভস পরিধান করতে হবে। 

৪. মেশিনের সেফটি ডিভাইস ব্যবহার নিশ্চিত করতে হবে।

৫. সেফটি গগলস পরি ধান করতে হবে 

৬. লম্বা চুল থাকলে বেঁধে নিতে হবে।

৭. পোর্টেবল গ্রাইন্ডিং মেশিনের ক্ষেত্রে প্লাগ সকেটের মধ্যে প্রবেশ করানোর পূর্বেই মেশিনের সুইচ অফ করে নিতে হবে।

৮. সঠিক গ্রাইন্ডিং হইল নির্বাচন করতে হবে।

৯. গ্রাইন্ডিং হইলের সঠিক R.P.M নির্বাচন করতে হবে।

১০. ধাতু কাটার পরিমান অনুসারে গ্রাইন্ডিং হইল নির্বাচন করতে হবে। 

১১. গ্রাইন্ডিং হইল পূর্নঘূর্নন (Full Speed) শুরু হলে গ্রাইন্ডিং কাজ শুরু করতে হবে।

১২. বেঞ্চ গ্রাইন্ডিং এর ক্ষেত্রে সর্বদাই টুল রেস্টের উপর ওয়ার্কপিস রেখে কাজ করতে হবে। 

১৩. গ্রাইন্ডিং করার সময় সৃষ্ট স্ফুলিঙ্গ (Spark) যাতে বস্তুর সংস্পর্শে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। 

Content added By

প্রশ্নমালা-৩

১) পোর্টেবল গ্রাইন্ডার মেশিন বলতে কী বোঝায় ?

২) গ্রাইন্ডিং করা হয় কেন?

৩) প্রাইন্ডিং মেশিনের প্রধান অংশগুলোর নাম লেখ। 

Content added By
Promotion