প্রাণিজগতের শ্রেণিকরণ

একাদশ- দ্বাদশ শ্রেণি - জীববিজ্ঞান - জীববিজ্ঞান দ্বিতীয় পত্র | | NCTB BOOK

প্রাণিজগতের শ্রেণিবিন্যাস (Classification of Animal Kingdom) :

প্রাণিজগতের পর্বগুলোকে সাধারণভাবে প্রধান পর্ব (Major Phyla) এবং গৌণ পর্ব (Minor Phyla)-এ রকম দুটি দলে বিভক্ত করা হয়ে থাকে। কোন বিবর্তনিক সম্পর্ক বা বৈশিষ্ট্যগত ভিত্তিতে দলবিভক্তি করা হয় না। তবে, প্রজাতির সংখ্যা, বাস্ততন্ত্রে তাদের গুরুত্ব এবং পর্ব হিসেবে সুস্পষ্টতা অনুযায়ী এরূপ শ্রেণিবিন্যাস প্রচলিত আছে।

১. প্রধান পর্ব (Major Phyla) : যে সব পর্বের প্রজাতিসংখ্যা অনেক বেশি (পাঁচ হাজারের অধিক), প্রজাতির সদস্যরা বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সুস্পষ্টভাবে পর্ব হিসেবে পৃথক সত্ত্বার অধিকারী সে সব পর্বকেই প্রধান (মুখ্য) পর্ব অর্থাৎ Major Phyla হিসেবে অভিহিত করা হয়ে থাকে ।

২. গৌণ পর্ব (Minor Phyla) : যে সব পর্বের প্রজাতিসংখ্যা নগণ্য, প্রজাতির বাস্তুতান্ত্রিক গুরুত্ব নেই বললেই চলে এবং শ্রেণিবিন্যাসগত অবস্থান অস্পষ্ট অথবা বিতর্কিত সে সব পর্বই গৌণ পর্ব অর্থাৎ Minor Phyla হিসেবে স্বীকৃত। 

শ্রেণিবিন্যাস অনুযায়ী প্রাণিজগতে সর্বমোট ৩৩টি পর্ব রয়েছে।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion