বিজ্ঞান কী? (পাঠ ১)

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - বিজ্ঞান - বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ | NCTB BOOK
6k
Summary

বিজ্ঞান এবং তা অর্জনের প্রক্রিয়া

বিজ্ঞান শব্দটির অর্থ হলো বিশেষ জ্ঞান, যা প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে।

জ্ঞান কী?

  • তথ্য, উপাত্ত ও দক্ষতা মিলেই গঠন হয় জ্ঞান।
  • বিজ্ঞান পরীক্ষিত বা পর্যবেক্ষিত তথ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠে।

বিজ্ঞানীদের ব্যাখ্যা

মনগড়া ব্যাখ্যা বিজ্ঞান হিসেবে গণ্য হয় না; প্রকৃত জ্ঞানের জন্য পরীক্ষা ও পর্যবেক্ষণের প্রয়োজন।

জ্ঞান অর্জনের প্রক্রিয়া

  • বিজ্ঞান অর্জনের জন্য পরীক্ষা-নিরীক্ষা ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে প্রক্রিয়া অনুসরণ করা হয়।
  • সঠিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন, যেমন: অন্যের মতামতের মূল্যায়ন ও নিজস্ব ভুল স্বীকার করা।

বিজ্ঞানমানসিকতা

বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনাবলীর সম্পর্কে অভিজ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা দ্বারা সমর্থিত এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অধিকারী।

বৈজ্ঞানিক প্রক্রিয়া

বৈজ্ঞানিক জ্ঞানের একাধিক প্রক্রিয়া রয়েছে, যেখানে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন উপায়ে গবেষণা করেন, তবে অনেক ক্ষেত্রেই প্রক্রিয়ায় মিল দেখা যায়।

"বিজ্ঞান" শব্দটির অর্থ হলো বিশেষ জ্ঞান। জ্ঞান কী, তা জানো? কোনো বিষয়ে তথ্য, উপাত্ত ও দক্ষতা, এবং সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি এই সব মিলিয়েই হয় সেই বিষয়ে জ্ঞান। বিজ্ঞান তাহলে কোন বিষয়ে জ্ঞান? বিজ্ঞান হলো প্রকৃতি ও নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান। তোমরা এর আগে বিভিন্ন জীব ও জড়বস্তু সম্বন্ধে জেনেছ। আবার, নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধেও জেনেছ, কীভাবে বৃষ্টি হয়, উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে, ইত্যাদি। এ সবই বিজ্ঞানের অংশ।

তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয়। কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনার মনগড়া ব্যাখ্যা দেয়, তা বিজ্ঞান হবে না। বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে তাকে হয় তা পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। বৃষ্টি কীভাবে হয় তা নিয়ে হয়ত তোমরা গল্পাকারে অনেক ব্যাখ্যা শুনেছ। কিন্তু এ ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান? না, এ ধরনের ব্যাখ্যা বিজ্ঞান নয়। কারণ, এসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া নয় বা কোনো পরীক্ষা এদেরকে সমর্থন করে না।

এই জ্ঞান কীভাবে আমরা অর্জন করি? পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া। জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান।

বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনি দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব, অর্থাৎ যুক্তিযুক্তভাবে চিন্তা করার মনোভাব। অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা এক্ষেত্রে জরুরি। একে বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গীও বলে। বিজ্ঞানকে তাহলে কী বলা যায়? বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা-নিরীক্ষা দ্বারা সমর্থিত, এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। বৈজ্ঞানিক জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতিও তেমন গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি।

বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ
বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের কি একটিমাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে? না একাধিক উপায়ে বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায়? বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়া ও পদ্ধতিতে বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করেছেন। তবে তার মধ্যে অনেক ক্ষেত্রেই মিল ছিল। সে মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়াকে নিম্নোক্তভাবে বর্ণনা করা যায়।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...